Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোপনে নেহার ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাইলেন একতা!

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে নেহার গানের প্রশংসা করেন একতা। তিনি জানান, তাঁর মা নেহার গান খুব পছন্দ করেন। আর তখনই নেহার ডায়েট চুপিচুপি চেয়ে নেন একতা।

গোপনে নেহার ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাইলেন একতা!
নেহা কক্কর এবং একতা কাপুর।
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 7:58 PM

একতা কাপুর (Ekta kapoor) এবং নেহা কক্কর (Neha kakkar)। বলি ইন্ডাস্ট্রির দুই পরিচিত মুখ। একজন সফল প্রযোজক। অন্যজন গানের জগতে পায়ের তলার মাটি শক্ত করেছেন। এ হেন নেহার কাছে তাঁর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাইলেন একতা! হঠাৎ নেহাকে দেখে একতার ডায়েটের কথা মনে পড়ল কেন?

আসলে রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ২০২০’-র বিচারকের দায়িত্ব সামলেছিলেন নেহা। তাঁর শো-এ বাবা জিতেন্দ্রকে নিয়ে হাজির ছিলেন একতা। সম্প্রতি সংশ্লিষ্ট চ্যানেলের ইনস্টাগ্রামে ওই শো-এর একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে নেহার কাছে একতার ডায়েট জানতে চাওয়ার রহস্য ফাঁস হয়েছে।

আরও পড়ুন, কোন ঝগড়ার জন্য সাত বছর কথা বলেননি আমির-জুহি?

গত ২৬ বছর ধরে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত একতা। সেই অভিজ্ঞতার কথা মঞ্চে শেয়ার করার পর নেহা বলেন, “আপনি যখন বললেন, ২৬ বছর ধরে কাজ করছেন, সত্যিই অবাক হয়েছিলাম। এখনও কত তরুণ আপনি। যেটা দেখে বোঝাই যাচ্ছে, অনেক ছোট বয়স থেকেই কাজ করছেন।”

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে নেহার গানের প্রশংসা করেন একতা। তিনি জানান, তাঁর মা নেহার গান খুব পছন্দ করেন। আর তখনই নেহার ডায়েট চুপিচুপি চেয়ে নেন একতা। তিনি হেসে বলেন, “তুমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছ, এখন তো তার থেকেও বেশি ইয়ং লাগছে। তোমার ডায়েট আমি পরে জেনে নেব।”

আরও পড়ুন, ‘আমার পালাবদল হয়েছে’, টিকিট পেয়ে বললেন তনুশ্রী

একতা-নেহার এ হেন কথোপকথন দর্শকের একটা অংশ পছন্দ করেছেন। আবার এক অংশের মতে, এ তো একে অন্যের প্রশংসা! আদৌ নেহাকে দেখে নিজের ডায়েটে একতা বদল আনবেন কি?