AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন ঝগড়ার জন্য সাত বছর কথা বলেননি আমির-জুহি?

‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’ আমির এবং জুহি জুটির ডেবিউ ছবি। একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ‘ইশক’ ছবির সেটেই তাঁদের মধ্যে ঝামেলা হয়। একটি তথ্যচিত্রে তাঁর সঙ্গে জুহির ঝগড়ার কারণ জানিয়েছিলেন আমির।

কোন ঝগড়ার জন্য সাত বছর কথা বলেননি আমির-জুহি?
জুহি চাওলা এবং আমির খান।
| Updated on: Mar 14, 2021 | 7:25 PM
Share

আমির খান (Aamir Khan) এবং জুহি চাওলা (Juhi Chawla)। অনস্ক্রিন জুটি হিসেবে বলিউডে প্রথম সারিতেই থাকবেন। তাঁদের অফস্ক্রিন বন্ধুত্বও রয়েছে। কিন্তু এ হেন দুই বন্ধুর মধ্যে এমন ঝামেলা হয় যে, প্রায় ছয় থেকে সাত বছর কথা বন্ধ ছিল তাঁদের। আজ আমিরের জন্মদিন। আর এই দিনেই প্রকাশ্যে এসেছে এই পুরনো তথ্য।

‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’ আমির এবং জুহি জুটির ডেবিউ ছবি। একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ‘ইশক’ ছবির সেটেই তাঁদের মধ্যে ঝামেলা হয়। একটি তথ্যচিত্রে তাঁর সঙ্গে জুহির ঝগড়ার কারণ জানিয়েছিলেন আমির। তাঁর জন্মদিন সেই পুরনো তথ্যই সোশ্যাল অডিয়েন্সের চর্চায় উঠে এসেছে।

ওই তথ্যচিত্রে আমির বলেন, “ইশক-এর শুটিংয়ে খুব সামান্য বিষয় নিয়ে আমাদের সমস্যা তৈরি হয়। এখন আমার মনে হয়, সে সময় খুব ইগো ছিল আমার। আমি ঠিক করেছিলাম জুহির সঙ্গে কথা বলব না। এমনকি সেটেও ওর সঙ্গে দূরত্ব বজায় রাখতাম। ও যদি আমার পাশে এসে বসত, আমি উঠে চলে যেতাম। শুধু অভিনয়ের সময় কথা বলার প্রয়োজন হলে বলতাম। কেন এই রকম আচরণ করেছিলাম, জানি না।”

আরও পড়ুন, ‘আমার পালাবদল হয়েছে’, টিকিট পেয়ে বললেন তনুশ্রী

এই ঘটনার পর প্রায় ছয়, সাত বছর তাঁদের মধ্যে কথা বন্ধ ছিল বলে দাবি করেছেন আমির। সাত বছর পর কীভাবে ঝগড়া মিটল? আমির জানিয়েছেন, সে সময় প্রথম স্ত্রী রিনার সঙ্গে তাঁর দাম্পত্য বিচ্ছেদ হয়। আর সেই খবর শুনেই নাকি ফোন করেছিলেন জুহি।

আমিরের কথায়, “জুহি আমার এবং রিনার বন্ধু। ফলে ও আমাদের মধ্যে সমস্যা মেটাতে চেয়েছিল। আমি কোনও যোগাযোগ না রাখলেও ও সে সময় ফোন করেছিল। এটাই বোধহয় বন্ধুত্ব।”

আরও পড়ুন, নেপোটিজমের শিকার হয়েছিলেন, প্রকাশ্যে স্বীকার করলেন গোবিন্দা

আজও আমিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জুহি। তিনি সাংবাদিকদের বলেন, “আমিরকে আমি সকলের থেকে আলাদা চোখে দেখি। যে কোনও বিষয় নিয়ে আপনি কথা বলে দেখুন, ওর জ্ঞান আপনাকে মুগ্ধ করবে। ওর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যায়।” এ হেন বন্ধুর সঙ্গে কোন ঝামেলার জন্য ছ-সাত বছর কথা বন্ধ ছিল, তা অবশ্য প্রকাশ্যে বলতে চাননি জুহি।