‘আমার পালাবদল হয়েছে’, টিকিট পেয়ে বললেন তনুশ্রী

তনুশ্রীর মনে হয়েছে, বাংলার উন্নতি থমকে গিয়েছে। বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতেই তাঁর সরাসরি রাজনীতিতে যোগদান বলে জানিয়েছেন।

‘আমার পালাবদল হয়েছে’, টিকিট পেয়ে বললেন তনুশ্রী
তনুশ্রী চক্রবর্তী।
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 6:56 PM

কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যেত তাঁকে। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে টলিউডের অনেক চেনা মুখের মতো তিনিও থাকতেন। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। কিন্তু দিন কয়েক আগে রং বদল করেছেন তিনি। অর্থাৎ যোগ দিয়েছেন বিজেপিতে।

টলিউডে দলবদলের হাওয়ায় তনুশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। কারণ তাঁর সরাসরি রাজনীতিতে যোগদানের বিষয়ে ইন্ডাস্ট্রিতে কারও কাছেই কোনও ইচ্ছে প্রকাশ করেননি। সেই জায়গা থেকে রাজনীতিতে যোগদান করেছেন নায়িকা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির টিকিটে শ্যামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাও করবেন তিনি। রবিবার বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, সেখানে রয়েছে তনুশ্রীর নাম।

আরও পড়ুন, নেপোটিজমের শিকার হয়েছিলেন, প্রকাশ্যে স্বীকার করলেন গোবিন্দা

অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন তনুশ্রী। এ দিন টিকিট পাওয়ার পর তিনি বলেন, “আমার পালাবদল হয়েছে। এখন আমার কেরিয়ারের পিক টাইম। এই সময়টা যদি দেশের কাজে লাগাই, তাহলে মানুষ আরও বেশি উপকৃত হবে। আমি মানুষের সঙ্গে মিশতে ভালবাসি। আর বিজেপি মানুষের জন্য ভাবে। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করছি।”

তনুশ্রীর কোথাও মনে হয়েছে, বাংলার উন্নতি থমকে গিয়েছে। বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতেই তাঁর সরাসরি রাজনীতিতে যোগদান বলে জানিয়েছেন। বিজেপির দেখা সোনার বাংলা-র স্বপ্ন তিনি সফল করতে চান।