AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্রেকফাস্টেই লুকিয়ে সুচিত্রার রূপ-রহস্য, মহানায়িকার মতো মোহময়ী হয়ে উঠতে আপনিও ট্রাই করতে পারেন

অভিনয়ের পাশাপাশি সুচিত্রার রূপ ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। অনেকেই তাই নানা বাহানায় সুচিত্রার বিউটি সিক্রেট জানার চেষ্টা করতেন। কিন্তু সুচিত্রা কিন্তু বরাবরই তা গোপনই রাখতেন।

ব্রেকফাস্টেই লুকিয়ে সুচিত্রার রূপ-রহস্য, মহানায়িকার মতো মোহময়ী হয়ে উঠতে আপনিও ট্রাই করতে পারেন
| Updated on: Apr 17, 2025 | 6:50 PM
Share

সুচিত্রা সেন। ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা। তাঁর এক ঝলক পেতে হন্য হয়ে বসে থাকতেন তাঁর অনুরাগীরা। তাঁর প্রাণখোলা হাসি ছিল ভুবন ভোলানো। ভারতীয় চলচ্চিত্রের ডিভাদের নিয়ে কথা উঠলে সুচিত্রা সেনের নাম তো আসবেই। অভিনয়ের পাশাপাশি সুচিত্রার রূপ ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। অনেকেই তাই নানা বাহানায় সুচিত্রার বিউটি সিক্রেট জানার চেষ্টা করতেন। কিন্তু সুচিত্রা কিন্তু বরাবরই তা গোপনই রাখতেন।

বাংলার এক বিনোদনমূলক ম্য়াগাজিনে এক নাছোড়বান্দা সাংবাদিকের প্রশ্ন অবশ্য মহানায়িকা তাঁর ব্রেকফাস্ট মেনু ফাঁস করেছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই ব্রেকফাস্ট রুটিন তাঁর কোনও দিনও বদল হয় না। তিনি যেখানেই থাকুন না কেন, ব্রেকফাস্টে তাঁর এসব চাই-ই-চাই।

সেই পত্রিকা অনুযায়ী, সকাল উঠে ফ্রেশ হয়েই সুচিত্রা প্রথমে হাতে তুলে নিতেন এক কাপ লিকার চা। সেই চায়ে মিশিয়ে দেন লেবু ও মধু। সঙ্গে থাকে দুটো ব্রাউন টোস্ট। যার উপর লাগানো সামান্য মাখন। আর একটা সিদ্ধ ডিম। সঙ্গে একটা পাত্রে রাখা থাকত ড্রাই ফ্রুটস। সব শেষে মুখে কিছুটা মৌরী রাখতেন মহানায়িকা। হালকা ফুলকা ব্রেকফাস্ট দিয়েই দিনের শুরুটা করতেন মিসেস সেন।