Teddy Day: টেডিতেই লুকিয়ে বিপদ! সঙ্গীকে আদর পাঠাতে গিয়ে বিপাকে পড়বেন না তো?

রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে পেরিয়ে সোমবার টেডি ডে। সঙ্গীকে আপনার আদুরে বার্তা দিতে টেডির কিন্তু কোনও বিকল্প নেই। কিন্তু সেই টেডিই যদি সঙ্গীর বিপদ ডেকে আনে!

Teddy Day: টেডিতেই লুকিয়ে বিপদ! সঙ্গীকে আদর পাঠাতে গিয়ে বিপাকে পড়বেন না তো?

|

Feb 10, 2025 | 4:02 PM

রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে পেরিয়ে সোমবার টেডি ডে। সঙ্গীকে আপনার আদুরে বার্তা দিতে টেডির কিন্তু কোনও বিকল্প নেই। কিন্তু সেই টেডিই যদি সঙ্গীর বিপদ ডেকে আনে! হ্যাঁ, এমনটা হতেই পারে। কারণ, টেডি তৈরিতে যে সিন্থেথিক ফাইবার বা ফার এবং পলিয়েস্টার ফেব্রিক থাকে তা অনেক সময়ই ত্বকের সমস্যা তৈরি করে। অনেকের তো এর ফলে ত্বকে অ্য়ালার্জির সমস্যা তৈরি হয়। এমনটা হলে, কী করা উচিত? টেডি ডের দিন প্রেমিক-প্রেমিকাকে পথ দেখালেন ডার্মাটোলজিস্ট ডক্টর মধুসূদন পাল।

কেন হয় এই স্কিন অ্যালার্জি?

প্রথমেই বলা দরকার, টেডি প্রধানত, সিন্থেটিক ফাইবার মানে ফার এবং পলিয়েস্টার ফেব্রিক দিয়ে তৈরি হয়। টেডির এই ফারগুলো যখন ত্বকের সংস্পর্শে আসে, তখন কিছু কিছু মানুষদের যাঁদের স্কিন খুব সেনসিটিভ হয়। ডাক্তারি ভাষায় যাঁকে আমরা বলি, অ্যাটোপিক ইনডিভিজ্যুয়াল। সেই সব মানুষের ত্বক যখন টেডির এই ফারের সংস্পর্শে আসে, তখন অ্যালার্জির সমস্যা শুরু হয়। ফলে শরীরের নানা জায়গায় ত্বক লাল হয়ে যায়, র‌্যাশ বের হতে শুরু করে। চুলকানি শুরু হয়ে যায়। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে। এই সমস্য়া তৈরির নেপথ্যে কিন্তু থাকে টেডির ফারই।

তবে শুধুই ত্বকে নয়। নাকের মধ্যে দিয়ে এই ফার শরীরে পৌঁছে ফুসফুস এবং শ্বাসনালিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে কাশির সম্ভাবনা হয়। এই কারণে অনেক সময় হালকা থেকে মাঝারি শ্বাসকষ্টও হতে পারে।

কীভাবে এড়িয়ে চলবেন এই সমস্যা?

প্রথমেই বলব, প্রিভেনশনস ইজ বেটার দ্যান কিওর। যে সমস্ত মানুষের স্কিন সেনসিটিভ, যাঁরা আগেও এমন অ্যালার্জির সমস্যায় ভুগেছেন, তাঁরা অবশ্যই টেডির থেকে দূরে থাকুন। তাও যদি কোনওভাবে টেডির ফার ত্বকের সংস্পর্শে চলে এসে, অ্যালার্জির জন্ম দেয়। তাহলে অবশ্যই সেটার চিকিৎসা করাতে হবে। তার আগে আক্রান্ত জায়গা ভালো করে পরিষ্কার করে, ক্য়ালামাইন লোশন লাগিয়ে দিন। এর ফলে ত্বকের চুলকানিভাবটাও একটু কমবে। প্রয়োজনে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে হবে। এছাড়াও প্রয়োজনে ট্রপিকাল স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে। তাহলেই ত্বকের এই সমস্যা ঝটপট কমে যাবে।