Daily Life: এয়ার ফ্রেশনারে ঘরে সুগন্ধ থাকে…, এর ক্ষতিকারক দিকগুলো জানেন?

Healthy Lifestyle Concern: সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে থাকে। কিছুক্ষণের জন্য ভালোই লাগে। মন ভালো থাকে। কিন্তু এই করতে গিয়ে নিজেদের অজান্তেই কোনও বিপদ ডেকে আনছেন কি না, সেটা কখনও ভেবে দেখেছেন? এই বিষয়গুলো জানলে হয়তো সতর্ক হওয়ার কথা মনে পড়বে।

Daily Life: এয়ার ফ্রেশনারে ঘরে সুগন্ধ থাকে..., এর ক্ষতিকারক দিকগুলো জানেন?
Image Credit source: Getty Images

Aug 10, 2025 | 12:19 AM

মুডের সঙ্গে গন্ধের সম্পর্ক রয়েছে? বলা যায়, অবশ্য়ই। সুন্দর গন্ধওয়ালা একটা ফুল শুঁকলে খুবই ভালো লাগে। মন, মেজাজ কিছুক্ষণের জন্য হলেও ভালো হয়ে যায়। এয়ার ফ্রেশনারও তেমনই। ঘরে, গাড়িতে নানা জায়গাতেই ব্যবহার করা হয়। সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে থাকে। কিছুক্ষণের জন্য ভালোই লাগে। মন ভালো থাকে। কিন্তু এই করতে গিয়ে নিজেদের অজান্তেই কোনও বিপদ ডেকে আনছেন কি না, সেটা কখনও ভেবে দেখেছেন? এই বিষয়গুলো জানলে হয়তো সতর্ক হওয়ার কথা মনে পড়বে।

বিশেষজ্ঞদের মতে এয়ার ফ্রেশনারে থাকে এমন কিছু উপাদান, যা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও স্বাস্থ্যের দিক থেকে বড় সমস্যাও ডেকে আনতে পারে।

এয়ার ফ্রেশনারে ভোলাটাইল অর্গ্যানিক কমপাউন্ডস ব্যবহার করা হয়। সহজ কথায় কেমিক্যাল। ঘরে হয়তো সুগন্ধ থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী ভাবলে এই উপাদান লিভার এবং কিডনির ক্ষেত্রে ক্ষতিকারক। ঘরের ভেন্টিলেশন ঠিক না থাকলে এই উপাদান আরও ক্ষতিকর হয়ে উঠতে পারে।

এর মধ্যে থাকতে পারে হরমোনের সমস্যা জনিত উপাদানও। অনেক এয়ার ফ্রেশনারেই থ্যালেটস ব্যবহার করা হয়। যাতে গন্ধটা দীর্ঘ সময় থাকে। কিন্তু এই উপাদান চিন্তারও বিষয়। এই কেমিক্যালের ফলে হরমোনজনিত সমস্যা হতে পারে। শুধু তাই নয়, গর্ভবতী মহিলা এবং ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে।

অনেক সময় আবার এয়ার ফ্রেশনারের কারণে শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং যাঁদের অ্যাস্থমা রয়েছে, তাঁদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে।

ঘরের ভিতরের বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দিতে পারে এয়ার ফ্রেশনার। যা হয়তো প্রাথমিক ভাবে বোঝা যায় না। তবে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ক্ষতিকারক হয়ে উঠতে পারে।

এমনকি বাড়িতে পোষ্য থাকলে, তাদেরও ক্ষতি করতে পারে এয়ার ফ্রেশনার। তাদের মধ্যে স্কিনের সমস্যা, আচরণগত পরিবর্তনও খেয়ার করতে পারেন। পোষ্যের সুস্বাস্থ্যের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।