বয়সকে তুড়ি মেরে হয়ে উঠুন সুপার স্মার্ট! প্রতিদিন এসব করলেই দুনিয়া হাতের মুঠোয়

মন আর শরীর যদি থাকে ফিট, তাহলে দুনিয়া তো একেবারেই হাতের মুঠোয়। ইয়ংজেনকেও চ্যালেঞ্জ ছুঁড়তে পারবেন হেসেখেলে। কিন্তু এতো আর এমনি, এমনি হবে না! এর জন্য প্রতিদিন মেনে চলতে হবে বিশেষ কিছু কায়দা। যার ফলে ঝটপট হয়ে উঠতে পারবেন সুপার স্মার্ট।

বয়সকে তুড়ি মেরে হয়ে উঠুন সুপার স্মার্ট! প্রতিদিন এসব করলেই দুনিয়া হাতের মুঠোয়

|

Apr 23, 2025 | 9:01 PM

বয়স তো সংখ্যামাত্র। মন আর শরীর যদি থাকে ফিট, তাহলে দুনিয়া তো একেবারেই হাতের মুঠোয়। ইয়ংজেনকেও চ্যালেঞ্জ ছুঁড়তে পারবেন হেসেখেলে। কিন্তু এতো আর এমনি, এমনি হবে না! এর জন্য প্রতিদিন মেনে চলতে হবে বিশেষ কিছু কায়দা। যার ফলে ঝটপট হয়ে উঠতে পারবেন সুপার স্মার্ট।

কথায় আছে, খালি মস্তিষ্ক শয়তানের বাসা। তাই কখনই মস্তিষ্ককে অলস হতে দেবেন। বরং ব্যস্ত রাখুন। ধাঁধা খেলুন, বই পড়ুন। কিংবা নতুন কোনও ভাষা শিখুন। দেখবেন ব্রেনকে যত অ্য়াক্টিভ রাখবেন, তত ইয়ং থাকবেন। ফিট থাকবেন।

সকাল সকাল উঠে ব্য়ায়াম করুন। একটু খোলা জায়গায় হেঁটে আসুন। হালকা এক্সারসাইজ করুন কিংবা যোগ ব্যায়ামও করতে পারেন। এর ফলে আপনার শরীর ফিট থাকবে। আর শরীর ফিট থাকে, তাহলে তো কেল্লাফতে হবেই হবে।

পুষ্টিকর খাবার খান। মিষ্টি বা চিনি এড়িয়ে চলুন। বাইরের খাবার খাওয়া ছেড়ে দিন। দেখবেন, এতেই শরীর ও মন দুটোই থাকবে ফিটফাট।

টেনশনে নেবেন না। যত টেনশন ছাড়া থাকবেন, ততই থাকবেন ভাল। ওভার থিকিং তো একেবারে ভাল নয়। মোটামুটি এসব মানলেই দেখবেন, বয়স বাড়লেও, আপনি কিন্তু শরীর ও মনে ইয়ং থাকবেন।