অনলাইনে দু’পয়সার কয়েন কিনতে গেলে খরচ ২৫০ টাকা!

২ পয়সার ইতিহাস শুনতে যোগাযোগ করা হয় মুদ্রা বিশেষজ্ঞ সুমিত্র বন্দ্যোপাধ্যায়কে। তিনি যা জানালেন তাতে আরও স্তম্ভিত হতে হয়। “২ পয়সার প্রথম নাম ছিল ‘হাফ আনা’।

অনলাইনে দু’পয়সার কয়েন কিনতে গেলে খরচ ২৫০ টাকা!
অনলাইনে ২ পয়সা কয়েনের দাম

|

Dec 07, 2020 | 7:12 PM

“কে দু’পয়সার প্রেসকে ভেতরে ডাকে?”—কৃষ্ণনগরের সাংসদের এ হেন চিৎকারে বাজার গরম। রবিবার গয়েশপুরে করিমপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেন সাংসদ Mahua Moitra। দু’পয়সা ‘বিলুপ্ত প্রজাতি’-তে পরিণত হয়েছে। অনলাইনে ২ পয়সা কিনতে গেলে কত জানেন? গুগল-এ আপনি যদি ‘buy 2 paise’ লিখে সার্চ করেন, তাহলে যা দেখবেন, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। স্ন্যাপডিল, ফ্লিপকার্ট, কয়েনবাজারের মতো বেশ কয়েক অনলাইন শপিং সাইটের হিসেব অনুযায়ী, প্রায় ২৫০ টাকা। তার মানে ২ পয়সার ১২,৫০০ গুণ অর্থ ব্যয় করতে হবে আপনাকে।

২ পয়সার বাজারদর আড়াইশো টাকা!

২ পয়সার ইতিহাস শুনতে যোগাযোগ করা হয় মুদ্রা বিশেষজ্ঞ সুমিত্র বন্দ্যোপাধ্যায়কে। তিনি যা জানালেন তাতে আরও স্তম্ভিত হতে হয়। “২ পয়সার প্রথম নাম ছিল ‘হাফ আনা’। তবে তাকে লোকে চিনত ‘ডবল পয়সা’ নামে। রানি ভিক্টোরিয়ার সময় অবধি চলেছিল ‘ডবল পয়সা’। তারপর ১৯৫৭ সালে ‘২ পয়সা’ নামে লোকে চিনতে শুরু করে এই মুদ্রাকে। ভিক্টোরিয়া মেমোরিয়্য়ালের সামনে নাকি চার-পাঁচজন বাচ্চা মিলে বড় ঠোঁঙায় বাদাম ‘ফিস্ট’ করতে পারত,” বললেন সুমিত্র।

২ পয়সা

অবাক লাগে শুনতে এক বেলার বাজারও নাকি সেরে ফেলা যেত সে সময়ে এই দু’পয়সাতে। ১৯৭৮ সাল পর্যন্ত দু’পয়সা তৈরি হয়েছিল ঠিকই, তবে ১৯৬৫ থেকে তার দাম আচমকা পড়তে থাকে। কিন্তু তখনও দু’পয়সাতে দেবদেবীর ছবি বিক্রি হত।

দু’পয়সার কম কদর হয়নি তার মানে। কেউ-কেউ হয়তো প্রচলিত গান ‘ভাদু লে লে পয়সা দু’আনা/ কিনে খাবি মিছরির দানা’ দিয়ে ‘দু’পয়সা’কে বিচার করে থাকেন। টাকাকড়ির এই হিসেব কি জানতেন মন্ত্রী তথা প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যঙ্কার মহুয়া মৈত্র।