Happiest Music Festival: আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ‘হ্য়াপিয়েস্ট মিউজিক ফেস্টিভ্যাল’! কলকাতায় কবে?
দেশে করোনা আক্রান্তদের সংখ্যা কমতেই বিভিন্ন উত্সব-পর্ব পালন করার অনুমতি দিয়েছে কেন্দ্র। সেই মত এই ইভেন্টটিও পালন করা হবে। তবে কোন শহরে কবে এই মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করা হবে তা জেনে নিন একনজরে...
করোনা অতিমারির কারণে গত বছর সব উত্সবই স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেই বিধিনিষেধ মতো স্থগিত রাখা হয়েছিল দেশের হ্যাপিয়েস্ট মিউজিক ফেস্টিভ্যাল। যাকে সাধারণত The Bacardi NH 7 Weekender বলা হয়ে থাকে। তবে দেশ থেকে করোনা এখনও মুক্ত নয়। করোনা আতঙ্কের মধ্যেই আগামী বছর ফেব্রুয়ারি মাসে সারা দেশে এই মহাসঙ্গীত উত্সবের আয়োজন করা হয়েছে। এ বছর করোনার প্রোটোকল মেনেই আয়োজন করা হবে এই সুরেলা উত্সব।
উত্সবের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়েছে, যাঁরা সম্পূর্ণ টিকা গ্রহণ করেছেন তাঁরাই এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। এছাড়া করোনা প্রোটোকল অনুযায়ী ফেস মাস্ক, বাধ্যতামূলক থার্মাল স্ক্রিনিং, ঘন ঘন স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব বজায় রেখেই সুরেলা অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশে করোনা আক্রান্তদের সংখ্যা কমতেই বিভিন্ন উত্সব-পর্ব পালন করার অনুমতি দিয়েছে কেন্দ্র। সেই মত এই ইভেন্টটিও পালন করা হবে। তবে কোন শহরে কবে এই মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করা হবে তা জেনে নিন একনজরে…
পুনে- ৫-৬ ফেব্রুয়ারি কলকাতা- ১২-১৩ ফেব্রুয়ারি দিল্লি- ১৯-২০ ফেব্রুয়ারি
লাইভ পারফর্ম্যান্স, দুর্দান্ত খাবার ও দুরন্ত গেমসের ব্যবস্থা থাকবে এই উত্সবে। অনুষ্ঠানের বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে। এখনও হাতে অনেকটাই সময় রয়েছে, তাই এই জমকালো জনপ্রিয় ইভেন্টে অংশগ্রহণ করতে সঙ্গীতপ্রেমীরা নিজেদের নামে বুকিং করতে পারেন।
Are you doing a happy dance? ????https://t.co/3OeODYjR19
✔️ Fully vaccinated✔️ Mask compulsory✔️ Mandatory thermal scanning✔️ Frequent sanitisation✔️ Social distancing✔️ Predominantly Indian line-up#BACARDÍNH7 #DoWhatMakesYouHappyAgain pic.twitter.com/PlYgkXWfPn
— Bacardi NH7 Weekender (@NH7) December 4, 2021
এই বছর উত্সবে প্রচুর সংখ্যক ভারতীয় সঙ্গীতশিল্পীদের দেখা যাবে। মহামারী ভ্রমণ বিধি নিষেধের প্রেক্ষিতে অন্যান্য দেশের সংগীতশিল্পীরা অংশগ্রহণ করতে পারবেন না। উল্লেখিত শহরে স্থানগুলি এখনও ঘোষণা করা হয়নি। তবে করোনা পরিস্থিতি অনুযায়ী প্রোগ্রামগুলির সময়সূচির পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, টিকিটের সংখ্যা সীমিত রাখা হয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই অনুষ্ঠানে প্রবেশে করতে পারবেন। তবে শেষ টিকা গ্রহণের ১৪ দিন আগে সম্পূর্ণ রূপে টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: International Mountains Day 2021: দেশেই রয়েছে পার্বত্য এলাকার প্রাকৃতিক গুপ্তধন! দেখুন ছবিতে