Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

International Mountains Day 2021: দেশেই রয়েছে পার্বত্য এলাকার প্রাকৃতিক গুপ্তধন! দেখুন ছবিতে

পুরু তুষার-ঢাকা পর্বত শৃঙ্গ ও মন্ত্রমুগ্ধের মতো ধ্যানরত পাহারের অবিস্মরণীয় ও অত্যাশ্চর্য দৃশ্যে দেখার মোহে বারবার ছুটে যান পর্যটকরা। সমুদ্র না পাহাড় এই বিতর্ক চিরাচরিত। কিন্তু পাহাড়ের নৈসর্গিক রূপের পাশে কোনও কিছুই যে বেমানান, তা এককথায় রাজি হবেন পাহাড়-প্রেমিকরা।

| Edited By: | Updated on: Dec 12, 2021 | 10:32 AM
রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন পাহাড়ের বিভিন্ন জায়গায় ঢুঁ মারতে ভালবাসেন। আন্তর্জাতিক পর্বত দিবসে তাই ভারতের পাহাড়ি রাস্তা দিয়ে কীভাবে কোথায় প্রিয়জনের সঙ্গে ভ্রমণ করবেন, তার একটি ধারণা দেওয়া হল...

রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন পাহাড়ের বিভিন্ন জায়গায় ঢুঁ মারতে ভালবাসেন। আন্তর্জাতিক পর্বত দিবসে তাই ভারতের পাহাড়ি রাস্তা দিয়ে কীভাবে কোথায় প্রিয়জনের সঙ্গে ভ্রমণ করবেন, তার একটি ধারণা দেওয়া হল...

1 / 6
লাদাখ- দেশের মধ্যে অন্য জগতের একটি প্রাকৃতিক বিস্ময়। রুক্ষ পর্বতশ্রেনী, নীল-সাদার শান্ত হ্রদের অপার বিস্ময় দেখে আপনি নির্বাক হবেন। ঝান্সকার উপত্যকার প্রাকৃতিক রূপ আপনাকে অন্য এক বিশ্বের কাহিনি শোনাবে। এছাড়া কার্গিল, খারদুংলা পাস, লেহ পাহাড়ি পথ বেয়েই আপনার গন্তব্যে স্থির করতে পারবেন।

লাদাখ- দেশের মধ্যে অন্য জগতের একটি প্রাকৃতিক বিস্ময়। রুক্ষ পর্বতশ্রেনী, নীল-সাদার শান্ত হ্রদের অপার বিস্ময় দেখে আপনি নির্বাক হবেন। ঝান্সকার উপত্যকার প্রাকৃতিক রূপ আপনাকে অন্য এক বিশ্বের কাহিনি শোনাবে। এছাড়া কার্গিল, খারদুংলা পাস, লেহ পাহাড়ি পথ বেয়েই আপনার গন্তব্যে স্থির করতে পারবেন।

2 / 6
কাশ্মীর- ভুস্বর্গ এমনি এমনি বলা হয় না এই উপত্যকাকে। ভারতের সুইত্‍জারল্যান্ড নামে পরিচিত এই মনোরম পর্যটন হটস্পটটি হিমালয়ের সৌন্দর্যের ভাণ্ডারে ভরপুর। শ্রীনগর, পুলওয়ামা, পহেলগাঁও, গুলমার্গ হল কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

কাশ্মীর- ভুস্বর্গ এমনি এমনি বলা হয় না এই উপত্যকাকে। ভারতের সুইত্‍জারল্যান্ড নামে পরিচিত এই মনোরম পর্যটন হটস্পটটি হিমালয়ের সৌন্দর্যের ভাণ্ডারে ভরপুর। শ্রীনগর, পুলওয়ামা, পহেলগাঁও, গুলমার্গ হল কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

3 / 6
হিমাচল প্রদেশ- হিমালয়ের অপরূপ সৌন্দর্য, বরফের দেশ, কাল্পনিক জগতের এক টুকরো অংশ এটি। সিমলা, কুল্লু, মানাসি প্রধান পর্যটন কেন্দ্রস্থল হলেও চাম্বা, ধর্মশালা, ডালহৌসির মতো জায়গাগুলিতে রয়েছে বরফে ঢাকা প্রাকৃতিক শোভা ও চোখ ধাঁধানো বৈচিত্র।

হিমাচল প্রদেশ- হিমালয়ের অপরূপ সৌন্দর্য, বরফের দেশ, কাল্পনিক জগতের এক টুকরো অংশ এটি। সিমলা, কুল্লু, মানাসি প্রধান পর্যটন কেন্দ্রস্থল হলেও চাম্বা, ধর্মশালা, ডালহৌসির মতো জায়গাগুলিতে রয়েছে বরফে ঢাকা প্রাকৃতিক শোভা ও চোখ ধাঁধানো বৈচিত্র।

4 / 6
উত্তরাখণ্ড- দেরাদুন, মুসৌরি হল হিমালয়ের কোলে অবস্থিত। মনোরম এই গন্তব্।গুলি মানুষকে নির্মল বাতাসে শ্বাস নিতে সাহায্য করে। চমত্‍কার স্থাপত্য, প্রাচীন সংস্কৃতি  ও প্রকৃতির অপ্রতুল ভাণ্ডাররয়েছে এই পাহাড়ি রাজ্য়ে। ঋষিকেশ, হরিদ্বার, কেদারনাথ এবং বদ্রীনাথ, এই চারধাম নিয়ে মানুষের রয়েছে দারুণ কৌতূহল।

উত্তরাখণ্ড- দেরাদুন, মুসৌরি হল হিমালয়ের কোলে অবস্থিত। মনোরম এই গন্তব্।গুলি মানুষকে নির্মল বাতাসে শ্বাস নিতে সাহায্য করে। চমত্‍কার স্থাপত্য, প্রাচীন সংস্কৃতি ও প্রকৃতির অপ্রতুল ভাণ্ডাররয়েছে এই পাহাড়ি রাজ্য়ে। ঋষিকেশ, হরিদ্বার, কেদারনাথ এবং বদ্রীনাথ, এই চারধাম নিয়ে মানুষের রয়েছে দারুণ কৌতূহল।

5 / 6
উত্তর-পূর্ব ভারত-  অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় লুকিয়ে  রয়েছে ভারতের প্রাকৃতিক রত্ন। মঠ, রেইনফরেস্ট, জলপ্রপাত, হ্রদ, পর্বতমালা, নানান প্রজাতির বণ্যপ্রাণী- সবকিছু একসঙ্গে স্বাদ পাবেন এখানে।

উত্তর-পূর্ব ভারত- অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় লুকিয়ে রয়েছে ভারতের প্রাকৃতিক রত্ন। মঠ, রেইনফরেস্ট, জলপ্রপাত, হ্রদ, পর্বতমালা, নানান প্রজাতির বণ্যপ্রাণী- সবকিছু একসঙ্গে স্বাদ পাবেন এখানে।

6 / 6
Follow Us: