Malaika Arora Photoshoot: ৪৮ বছর বয়সেও ভরা যৌবন, মালাইকার নজর কাড়ানো পোশাকে হতবাক ফ্যাশন উৎসাহী থেকে শুরু করে সবাই…

ফটোশ্যুটে মন জিতেছেন নায়িকা। কিন্তু তিনি অর্জুনকে বিয়েটা কবে করছেন? তা নিয়ে প্রশ্নে ভরিয়েছেন নেটিজেনরা। যদিও সে ব্যাপারে কিছুই জানাননি এই জুটি।

| Edited By: | Updated on: Dec 14, 2021 | 9:17 AM
লেপার্ড পোশাকে ধরা দিলেন মালাইকা আরোরা। এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটজেনরা। ৪৮ বছর বয়সেও এমন হটনেস কী ভাবে ধরে রেখেছেন তিনি? প্রশ্ন নেটিজেনদের।

লেপার্ড পোশাকে ধরা দিলেন মালাইকা আরোরা। এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটজেনরা। ৪৮ বছর বয়সেও এমন হটনেস কী ভাবে ধরে রেখেছেন তিনি? প্রশ্ন নেটিজেনদের।

1 / 6
এই লেপার্ড প্রিন্টেট আউটফিটে মন মেতেছে সকলের। ব্রালেট পোশাকে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন তিনি।

এই লেপার্ড প্রিন্টেট আউটফিটে মন মেতেছে সকলের। ব্রালেট পোশাকে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন তিনি।

2 / 6
 সব সময় নতুন কিছু করেন মালাইকা। সে বিয়ে হোক বা প্রেমিক কিংবা স্টাইল সবেতেই সব সময় চমকে দেন তিনি।

সব সময় নতুন কিছু করেন মালাইকা। সে বিয়ে হোক বা প্রেমিক কিংবা স্টাইল সবেতেই সব সময় চমকে দেন তিনি।

3 / 6
মালাইকা ও অর্জুন কাপুর কয়েকদিন আগেই ঘুরে এসেছেন মলদ্বীপ থেকে। এখানে মাঝে মধ্যেই ছুটি কাটাতে যান তিনি। হট বিকিনিতে মালাইকার ছবি জিতে নিয়েছে ভক্তদের মন।

মালাইকা ও অর্জুন কাপুর কয়েকদিন আগেই ঘুরে এসেছেন মলদ্বীপ থেকে। এখানে মাঝে মধ্যেই ছুটি কাটাতে যান তিনি। হট বিকিনিতে মালাইকার ছবি জিতে নিয়েছে ভক্তদের মন।

4 / 6
ফটোশ্যুটে মন জিতেছেন নায়িকা। কিন্তু তিনি অর্জুনকে বিয়েটা কবে করছেন? তা নিয়ে প্রশ্নে ভরিয়েছেন নেটিজেনরা। যদিও সে ব্যাপারে কিছুই জানাননি এই জুটি।

ফটোশ্যুটে মন জিতেছেন নায়িকা। কিন্তু তিনি অর্জুনকে বিয়েটা কবে করছেন? তা নিয়ে প্রশ্নে ভরিয়েছেন নেটিজেনরা। যদিও সে ব্যাপারে কিছুই জানাননি এই জুটি।

5 / 6
মালাইকা অরোরা তাঁর গোল্ডেন শিমারি মিনিতে নজর কেড়েচেন। তুমুল প্রশংসিত তাঁর এই ছবি। এই সব ছবি তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

মালাইকা অরোরা তাঁর গোল্ডেন শিমারি মিনিতে নজর কেড়েচেন। তুমুল প্রশংসিত তাঁর এই ছবি। এই সব ছবি তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

6 / 6
Follow Us: