AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২২৮ বার কন্ডোম অর্ডারেই একজনেরই লাখ টাকার বিল! Swiggy Instamart-এ আর কী কী অর্ডার হল জানেন?

Swiggy Order: রিপোর্টে দেখা গিয়েছে, দুধ সবথেকে বেশি অর্ডার হয়েছে। ২০২৫ সালে প্রতি সেকেন্ডে চারটি করে দুধের প্যাকেট অর্ডার হয়েছে। রাতে সবথেকে বেশি অর্ডার হয়েছে মশলা ফ্লেভারড চিপস। দেশের ১০টি বড় শহরের মধ্যে ৯টি শহরেই চিপস সবথেকে বেশি অর্ডার হয়েছে। 

| Updated on: Dec 24, 2025 | 1:01 PM
Share
বছর শেষে হাতে আসল রিপোর্ট কার্ড। সারা বছর ধরে ভারতবাসী অনলাইনে কী কী কিনেছে, তার রিপোর্ট তুলে ধরল জনপ্রিয় অনলাইন ইন্সট্যান্ট ডেলিভারি অ্যাপ, সুইগি ইন্সটামার্ট। রিপোর্টে দেখা গেল দুধ-সবজি থেকে আইফোন, চিপস থেকে সোনা- সবই অর্ডার করা হয়েছে সুইগি ইন্সটামার্টে। 

বছর শেষে হাতে আসল রিপোর্ট কার্ড। সারা বছর ধরে ভারতবাসী অনলাইনে কী কী কিনেছে, তার রিপোর্ট তুলে ধরল জনপ্রিয় অনলাইন ইন্সট্যান্ট ডেলিভারি অ্যাপ, সুইগি ইন্সটামার্ট। রিপোর্টে দেখা গেল দুধ-সবজি থেকে আইফোন, চিপস থেকে সোনা- সবই অর্ডার করা হয়েছে সুইগি ইন্সটামার্টে। 

1 / 9
সবথেকে নজর কেড়েছে কি জানেন? লাখ টাকার কন্ডোম অর্ডার। সুইগি ইন্সটামার্টের বছরভর অর্ডার রিপোর্টে উঠে এসেছে যে চেন্নাইয়ের এক ব্যবহারকারী ১ লাখ টাকারও বেশি কন্ডোম অর্ডার করেছেন। মোট তিনি ২২৮ বার কন্ডোম অর্ডার করেছেন। সব মিলিয়ে ১ লক্ষ ৬ হাজার ৩৯৮ টাকার কন্ডোম কিনেছেন তিনি।  

সবথেকে নজর কেড়েছে কি জানেন? লাখ টাকার কন্ডোম অর্ডার। সুইগি ইন্সটামার্টের বছরভর অর্ডার রিপোর্টে উঠে এসেছে যে চেন্নাইয়ের এক ব্যবহারকারী ১ লাখ টাকারও বেশি কন্ডোম অর্ডার করেছেন। মোট তিনি ২২৮ বার কন্ডোম অর্ডার করেছেন। সব মিলিয়ে ১ লক্ষ ৬ হাজার ৩৯৮ টাকার কন্ডোম কিনেছেন তিনি।  

2 / 9
কুইক কমার্স সাইটগুলিতে কন্ডোমই সবথেকে জনপ্রিয় অর্ডার। ইন্সটামার্টে প্রতি ১২৭টি অর্ডারের মধ্যে ১টি অর্ডারই কন্ডোমের হয়েছে। সবথেকে বেশি কন্ডোম কোন মাসে হয়েছে জানেন? সেপ্টেম্বর মাসে। ২৪ শতাংশ বেশি কন্ডোম অর্ডার হয়েছে ওই মাসে।  

কুইক কমার্স সাইটগুলিতে কন্ডোমই সবথেকে জনপ্রিয় অর্ডার। ইন্সটামার্টে প্রতি ১২৭টি অর্ডারের মধ্যে ১টি অর্ডারই কন্ডোমের হয়েছে। সবথেকে বেশি কন্ডোম কোন মাসে হয়েছে জানেন? সেপ্টেম্বর মাসে। ২৪ শতাংশ বেশি কন্ডোম অর্ডার হয়েছে ওই মাসে।  

3 / 9
তবে শুধু কন্ডোম নয়, আরও নানা জিনিসের অর্ডারে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে। যেমন বেঙ্গালুরুর এক ব্যবহারকারী একবারেই তিনটি আইফোনের অর্ডার দিয়েছিলেন। ৪.৩ লক্ষ টাকা খরচ করেছেন এক ধাক্কায়। তিনিই ইন্সটামার্টে সবথেকে দামি অর্ডার করেছেন। 

তবে শুধু কন্ডোম নয়, আরও নানা জিনিসের অর্ডারে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে। যেমন বেঙ্গালুরুর এক ব্যবহারকারী একবারেই তিনটি আইফোনের অর্ডার দিয়েছিলেন। ৪.৩ লক্ষ টাকা খরচ করেছেন এক ধাক্কায়। তিনিই ইন্সটামার্টে সবথেকে দামি অর্ডার করেছেন। 

4 / 9
নয়ডার এক ব্যক্তি ব্লুটুথ স্পিকার, এসএসডি ও রোবোটিক ভ্যাকুউম কিনতে একধাক্কাতেই ২ লক্ষ ৬৯ হাজার টাকা খরচ করেছেন।

নয়ডার এক ব্যক্তি ব্লুটুথ স্পিকার, এসএসডি ও রোবোটিক ভ্যাকুউম কিনতে একধাক্কাতেই ২ লক্ষ ৬৯ হাজার টাকা খরচ করেছেন।

5 / 9
মুম্বইয়ের এক ব্যবহারকারী আবার ১৬ লক্ষ ৩০ হাজার টাকা খরচ করেছেন রেড বুল সুগার ফ্রি কিনতে।

মুম্বইয়ের এক ব্যবহারকারী আবার ১৬ লক্ষ ৩০ হাজার টাকা খরচ করেছেন রেড বুল সুগার ফ্রি কিনতে।

6 / 9
চেন্নাইয়ের এক ব্যবহারকারী পোষ্যের খাবার ও অন্যান্য জিনিস কিনতেই ২ লক্ষ ৪১ হাজার টাকা খরচ করেছেন।

চেন্নাইয়ের এক ব্যবহারকারী পোষ্যের খাবার ও অন্যান্য জিনিস কিনতেই ২ লক্ষ ৪১ হাজার টাকা খরচ করেছেন।

7 / 9
রিপোর্টে দেখা গিয়েছে, দুধ সবথেকে বেশি অর্ডার হয়েছে। ২০২৫ সালে প্রতি সেকেন্ডে চারটি করে দুধের প্যাকেট অর্ডার হয়েছে। রাতে সবথেকে বেশি অর্ডার হয়েছে মশলা ফ্লেভারড চিপস। দেশের ১০টি বড় শহরের মধ্যে ৯টি শহরেই চিপস সবথেকে বেশি অর্ডার হয়েছে। 

রিপোর্টে দেখা গিয়েছে, দুধ সবথেকে বেশি অর্ডার হয়েছে। ২০২৫ সালে প্রতি সেকেন্ডে চারটি করে দুধের প্যাকেট অর্ডার হয়েছে। রাতে সবথেকে বেশি অর্ডার হয়েছে মশলা ফ্লেভারড চিপস। দেশের ১০টি বড় শহরের মধ্যে ৯টি শহরেই চিপস সবথেকে বেশি অর্ডার হয়েছে। 

8 / 9
সবথেকে ঘনঘন অর্ডার হয়েছে কারিপাতা, দই, ডিম, দুধ ও কলা। কোচিতে এক ব্যবহারকারী সারা বছরে ৩৬৮ বার কারি পাতা অর্ডার করেছেন।

সবথেকে ঘনঘন অর্ডার হয়েছে কারিপাতা, দই, ডিম, দুধ ও কলা। কোচিতে এক ব্যবহারকারী সারা বছরে ৩৬৮ বার কারি পাতা অর্ডার করেছেন।

9 / 9