AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Kavya Maran: ‘আরসিবি’-র বিধ্বংসী ব্যাটার অরেঞ্জ আর্মির নতুন সদস্য! কাব্যার পছন্দ কেমন?

Sunrisers Hyderabad: কিছুটা আক্ষেপ হয়তো থাকবে। হোম টিমে জায়গা না হওয়ার। সানরাইজার্স হায়দরাবাদের অজি তারকা অ্যাডাম জাম্পা ছিটকে গিয়েছেন। লেগ স্পিনারের পরিবর্ত বিধ্বংসী ব্যাটার! কথা হচ্ছে এমন একজনকে নিয়ে, যাঁর 'স্মরণে' কাব্যা মারান।

IPL 2025, Kavya Maran: 'আরসিবি'-র বিধ্বংসী ব্যাটার অরেঞ্জ আর্মির নতুন সদস্য! কাব্যার পছন্দ কেমন?
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 16, 2025 | 6:59 AM

সঠিক পথে থাকলে সুযোগ সকলের আসবে। যেমনটা স্মরণের এল! সবে স্কোয়াডে জায়গা মিলেছে, টিমেও মিলবে? এই প্রশ্ন অনেক পরের। কিছুটা আক্ষেপ হয়তো থাকবে। হোম টিমে জায়গা না হওয়ার। সানরাইজার্স হায়দরাবাদের অজি তারকা অ্যাডাম জাম্পা ছিটকে গিয়েছেন। স্মরণ তাঁর পরিবর্ত হবেন, এটাও হয়তো ভাবেননি। লেগ স্পিনারের পরিবর্ত বিধ্বংসী ব্যাটার! কথা হচ্ছে এমন একজনকে নিয়ে, যাঁর ‘স্মরণে’ কাব্যা মারান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে। মরসুমের এখনও অনেক বাকি। আবার উল্টোদিক থেকে ভাবলে, অনেকটা পথ পেরিয়েও গিয়েছে। বেশ কিছু দলের ক্ষেত্রে মরসুমের মাঝপথও বলা যায়। এমন পরিস্থিতিতেই আইপিএলে প্রথম বার টিম পেলেন রবিচন্দ্রন স্মরণ। ভারতীয় ক্রিকেটে একেবারেই চেনা নাম নয়। ঘরোয়া ক্রিকেটে কিছুটা। এ বছরের শুরুতেই রঞ্জি ট্রফিতে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। ২৫টি বাউন্ডারি এবং তিনটি ছয়। ২৭০ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন কর্ণাটকের এক তরুণ ব্যাটার।

সব কিছু ঠিক থাকলে তাঁকে দেখা যেত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। হোম টিম। কিন্তু ওই যে সব কিছু ঠিক থাকলে! আরসিবির শিবিরে ছিলেন। নজরও কেড়েছেন। মেগা অকশনে তাঁকে নেয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স। স্মরণ অপেক্ষায় ছিলেন, যদি কোনও মিরাকল ঘটে! মাঝে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় দু-একটা পোস্ট ভেসে আসে, আরসিবির এক প্লেয়ার মনোজ ভান্ডাগে চোট পেয়েছেন। সঙ্গে জুড়ে দেওয়া হয়, মনোজের পরিবর্ত হিসেবে দলে দেওয়া হতে পারে ঘরের ছেলে স্মরণ রবিচন্দ্রনকে। তাঁকে লুফে নিল কাব্যা মারানের সানরাইজার্স হায়দরাবাদ।

ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন। শুধু তাই নয়, বেঙ্গালুরুর স্থানীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মহারাজা টি-টোয়েন্টি লিগে গুলবার্গ মিস্টিকের হয়ে গত বছর নয় ইনিংসে ৩০২ রান করেছিলেন। ব্যাটিং গড় ৪৩-এর বেশি। স্ট্রাইক রেট ১৪৫-এর উপর। টি-টোয়েন্টিতে এই ব্যাটিং গড় এবং স্ট্রাইকরেট একসঙ্গে হলে, তা যে কতটা ভয়ঙ্কর, বলার অপেক্ষা রাখে না।

জুনিয়র স্তরে ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে গত মরসুমেই কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক। প্রথম শ্রেনির ক্রিকেটে সাত ম্যাচে ৫১৬ রান। ব্যাটিং গড় প্রায় ৬৫! ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট অর্থাৎ লিস্ট-এ ক্রিকেটে মাত্র ১০ ম্যাচ খেললেও গড় ৭২-এর বেশি। কর্নাটকের হয়ে আধডজন টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ গড়।

এত্ত সব পরিসংখ্যানে একটা বিষয় পরিষ্কার, তাঁর ব্যাটিং দক্ষতা যে কোনও ফরম্যাটের সঙ্গেই খাপ খাইয়ে নিতে পারেন। কিন্তু আইপিএলের মঞ্চ পুরোপুরি আলাদা। নিজেকে চিমটি কেটে স্মরণ যেন বুঝে নিতে চাইছেন, সত্যিই তিনি আইপিএলের টিমে সুযোগ পেয়েছেন। তাও আবার এমন একটা দল যারা নির্মম ব্যাটিং করে। একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন, এই খবরটা হজম করে নিতে চান। তাঁর প্রাথমিক লক্ষ্য সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্সের নজরে পড়া এবং হেনরিখ ক্লাসেনের সঙ্গে সাক্ষাৎ। অরেঞ্জ আর্মি তাঁকে স্কোয়াডে স্বাগত জানিয়েছে, খেলার সুযোগটাও কি মিলবে? বাইশগজের ডাকের অপেক্ষায় এই বিধ্বংসী ব্যাটারও।