Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sri Ram Temples in Kolkata: রামনবমীতে পুজো দিতে যাবেন কোথায়? রইল কলকাতার রামমন্দিরের হদিশ

Sri Ram Temples in Kolkata: আপনিও কি রামনবমীর দিনে রামলালার কাছে মনের কথা জানাতে চান? কোথায় গিয়ে পুজো দেবেন বুঝতে পারছেন না? রইল কলকাতা এবং শহরতলিতেই কিছু রামমন্দিরের হদিশ।

| Updated on: Apr 05, 2025 | 3:27 PM
এই বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পড়েছে রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে তারিখটা ৬ এপ্রিল। এই দিন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের উপাসনায় মেতে ওঠে গোটা দেশ। রামলালার জন্মদিন উদযাপনে কিন্তু পিছিয়ে এই বাংলাও। এই দিন গোটা রাজ্য জুড়েই শোভাযাত্রা করেন রাম ভক্তরা। পুজো দেন রামমন্দিরে গিয়ে।

এই বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পড়েছে রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে তারিখটা ৬ এপ্রিল। এই দিন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের উপাসনায় মেতে ওঠে গোটা দেশ। রামলালার জন্মদিন উদযাপনে কিন্তু পিছিয়ে এই বাংলাও। এই দিন গোটা রাজ্য জুড়েই শোভাযাত্রা করেন রাম ভক্তরা। পুজো দেন রামমন্দিরে গিয়ে।

1 / 8
কথিত এই দিন রামলালার মন দিয়ে আরাধনা করলে তুষ্ট হন তিনি। তাঁর আশির্বাদে জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। আপনিও কি রামনবমীর দিনে রামলালার কাছে মনের কথা জানাতে চান? কোথায় গিয়ে পুজো দেবেন বুঝতে পারছেন না? রইল কলকাতা এবং শহরতলিতেই কিছু রামমন্দিরের হদিশ।

কথিত এই দিন রামলালার মন দিয়ে আরাধনা করলে তুষ্ট হন তিনি। তাঁর আশির্বাদে জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। আপনিও কি রামনবমীর দিনে রামলালার কাছে মনের কথা জানাতে চান? কোথায় গিয়ে পুজো দেবেন বুঝতে পারছেন না? রইল কলকাতা এবং শহরতলিতেই কিছু রামমন্দিরের হদিশ।

2 / 8
রামরাজাতলা রাম মন্দির - হাওড়ার এক অতি জনপ্রিয় স্থান রামরাজাতলা। প্রাচীন এই স্থানেই রয়েছে রামমন্দির। অযোধ্যারাম চৌধুরী নামে এক স্থানীয় জমিদার ছিলেন বিরাট রামভক্ত। শোনা যায়, তিনিই স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন এই মন্দির। রামের মূর্তির পাশেই এখানে দেখতে পাবেন সীতা, কৃষ্ণ এবং শিবের মূর্তিও। রামসীতার মূর্তির উপরেই রয়েছে দেবী সরস্বতীর মূর্তিও।

রামরাজাতলা রাম মন্দির - হাওড়ার এক অতি জনপ্রিয় স্থান রামরাজাতলা। প্রাচীন এই স্থানেই রয়েছে রামমন্দির। অযোধ্যারাম চৌধুরী নামে এক স্থানীয় জমিদার ছিলেন বিরাট রামভক্ত। শোনা যায়, তিনিই স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন এই মন্দির। রামের মূর্তির পাশেই এখানে দেখতে পাবেন সীতা, কৃষ্ণ এবং শিবের মূর্তিও। রামসীতার মূর্তির উপরেই রয়েছে দেবী সরস্বতীর মূর্তিও।

3 / 8
রামরাজাতলার রামমন্দিরের ইতিহাস নিয়ে রয়েছে নানা কাহিনি। শোনা যায়। রামভক্ত তুলসী দাসের রামচরিত মানস  পড়ে প্রভাবিত হন ভক্ত রামদাস। তিনিই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা।   কী ভাবে যাবেন - হাওড়া থেকে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেনে করে পৌছে যেতে পারেন রামরাজাতলা স্টেশন। সেখান থেকে নেমে টোটো। অথবা ধর্মতলা থেকে বাসে করেও যেতে পারেন রামরাজাতলা। মনে রাখবেন স্কার্ট, হাফ প্যান্ট বা স্লিভলেস পোশাক পরে এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ।

রামরাজাতলার রামমন্দিরের ইতিহাস নিয়ে রয়েছে নানা কাহিনি। শোনা যায়। রামভক্ত তুলসী দাসের রামচরিত মানস পড়ে প্রভাবিত হন ভক্ত রামদাস। তিনিই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। কী ভাবে যাবেন - হাওড়া থেকে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেনে করে পৌছে যেতে পারেন রামরাজাতলা স্টেশন। সেখান থেকে নেমে টোটো। অথবা ধর্মতলা থেকে বাসে করেও যেতে পারেন রামরাজাতলা। মনে রাখবেন স্কার্ট, হাফ প্যান্ট বা স্লিভলেস পোশাক পরে এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ।

4 / 8
রামমন্দির - ঠিক কলকাতার বুকে মধ্য কলকাতায় আছে রামলালার আরেক বাড়ি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরেই অবস্থিত রামমন্দির। চার তলা কমলা রঙের বাড়ি দেখলে দূর থেকেই চেনা যায়। অনেকটা রাজস্থানের কেল্লার ধাঁচে বানানো এই মন্দির। রামনবমীতে ঢুঁ মারতে পারেন এখানেও।

রামমন্দির - ঠিক কলকাতার বুকে মধ্য কলকাতায় আছে রামলালার আরেক বাড়ি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরেই অবস্থিত রামমন্দির। চার তলা কমলা রঙের বাড়ি দেখলে দূর থেকেই চেনা যায়। অনেকটা রাজস্থানের কেল্লার ধাঁচে বানানো এই মন্দির। রামনবমীতে ঢুঁ মারতে পারেন এখানেও।

5 / 8
কী ভাবে যাবেন - ধর্মতলার দিক থেকে এলে মহাজাতি সদনের পরের স্টপ রাম মন্দির। চাইলে আসতে পারেন মেট্রো করেও। মহাত্মা গান্ধী রোড স্টেশনে নেমে পিছনের গেট দিয়ে বেরিয়ে মিনিট ৫ হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে।

কী ভাবে যাবেন - ধর্মতলার দিক থেকে এলে মহাজাতি সদনের পরের স্টপ রাম মন্দির। চাইলে আসতে পারেন মেট্রো করেও। মহাত্মা গান্ধী রোড স্টেশনে নেমে পিছনের গেট দিয়ে বেরিয়ে মিনিট ৫ হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে।

6 / 8
শ্রী রাম মন্দির, নিউটাউন - কলকাতার বুকে আরও এক রামমন্দির রয়েছে নিউটাউনে। মন্দিরের সামনে দ্বাররক্ষক হিসাবে দাঁড়িয়ে ১৫১ ফুটের বজরংবলী। মন্দিরের অন্দরে প্রতিষ্ঠিত রয়েছেন রাম-সীতা-হনুমান। পাশেই বিরাজমান স্বয়ং শিব। বজরংবলির পাশেই দেখতে পাবেন জটায়ুকেও।

শ্রী রাম মন্দির, নিউটাউন - কলকাতার বুকে আরও এক রামমন্দির রয়েছে নিউটাউনে। মন্দিরের সামনে দ্বাররক্ষক হিসাবে দাঁড়িয়ে ১৫১ ফুটের বজরংবলী। মন্দিরের অন্দরে প্রতিষ্ঠিত রয়েছেন রাম-সীতা-হনুমান। পাশেই বিরাজমান স্বয়ং শিব। বজরংবলির পাশেই দেখতে পাবেন জটায়ুকেও।

7 / 8
কী ভাবে যাবেন -ইকো পার্কের ৪ নম্বর গেটের পাশ দিয়ে সোজা ঢুকে পৌঁছে যাবেন শ্রীরাম আইল্যান্ডে। সেখান থেকে শ্রী রাম রোড ধরে মিনিট পাঁচেকে পৌঁছে যাবেন শ্রী রাম মন্দিরে।

কী ভাবে যাবেন -ইকো পার্কের ৪ নম্বর গেটের পাশ দিয়ে সোজা ঢুকে পৌঁছে যাবেন শ্রীরাম আইল্যান্ডে। সেখান থেকে শ্রী রাম রোড ধরে মিনিট পাঁচেকে পৌঁছে যাবেন শ্রী রাম মন্দিরে।

8 / 8
Follow Us: