Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Preity Zinta: প্রীতি জিন্টার কভি খুশি, ‘বেশি’ গম!

PBKS vs RR, IPL 2025: জোড়া অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছিল পঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব দুটোতেই জেতে। হোম ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। সেখানে তাঁর কভি খুশি, বেশি গম (কষ্টের) মুহূর্ত কাটল।

| Updated on: Apr 06, 2025 | 10:57 AM
এ বারের আইপিএলে জোড়া অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছিল পঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারের দল দুটোতেই জিতেছিল। এরপর হোম ম্যাচে মাঠে উপস্থিত হল পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। (ছবি-বিসিসিআই)

এ বারের আইপিএলে জোড়া অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছিল পঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারের দল দুটোতেই জিতেছিল। এরপর হোম ম্যাচে মাঠে উপস্থিত হল পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। (ছবি-বিসিসিআই)

1 / 8
১৮তম আইপিএলে এই প্রথম পঞ্জাব কিংসের ম্যাচ দেখতে মাঠে এলেন প্রীতি। সেখানে তাঁর কভি খুশি, বেশি গম মুহূর্ত কাটল। (ছবি-বিসিসিআই)

১৮তম আইপিএলে এই প্রথম পঞ্জাব কিংসের ম্যাচ দেখতে মাঠে এলেন প্রীতি। সেখানে তাঁর কভি খুশি, বেশি গম মুহূর্ত কাটল। (ছবি-বিসিসিআই)

2 / 8
রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বীর আউট, শ্রেয়স-ম্যাক্সির বাউন্ডারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন। কিন্তু টিমের উইকেট পড়তেই প্রীতির মুখের অভিব্যক্তি বদলে যায়। (ছবি-বিসিসিআই)

রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বীর আউট, শ্রেয়স-ম্যাক্সির বাউন্ডারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন। কিন্তু টিমের উইকেট পড়তেই প্রীতির মুখের অভিব্যক্তি বদলে যায়। (ছবি-বিসিসিআই)

3 / 8
অ্যাওয়ে ম্যাচ দুটিতে পঞ্জাব কিংসের মালকিন গ্যালারিতে ছিলেন না। হোম ম্যাচে গ্য়ালারিতে বসে দলের হার হজম করতে হল তাঁকে। পঞ্জাবের বিরুদ্ধে ৫০ রানের ব্যবধানে জিতেছে রাজস্থান। (ছবি-বিসিসিআই)

অ্যাওয়ে ম্যাচ দুটিতে পঞ্জাব কিংসের মালকিন গ্যালারিতে ছিলেন না। হোম ম্যাচে গ্য়ালারিতে বসে দলের হার হজম করতে হল তাঁকে। পঞ্জাবের বিরুদ্ধে ৫০ রানের ব্যবধানে জিতেছে রাজস্থান। (ছবি-বিসিসিআই)

4 / 8
প্রীতি জিন্টা অবশ্য হতাশা ঢাকলেন মিষ্টি হাসিতেই। শাহরুখ খানের মতো তাঁকেও তো টিমের সদস্য মনে করা হয়। যিনি সাফল্যের পাশাপাশি ব্যর্থতাতেও ক্রিকেটারদের পাশে থাকেন!(ছবি-বিসিসিআই)

প্রীতি জিন্টা অবশ্য হতাশা ঢাকলেন মিষ্টি হাসিতেই। শাহরুখ খানের মতো তাঁকেও তো টিমের সদস্য মনে করা হয়। যিনি সাফল্যের পাশাপাশি ব্যর্থতাতেও ক্রিকেটারদের পাশে থাকেন!(ছবি-বিসিসিআই)

5 / 8
যে কারণে দল হারুক বা জিতুক প্রীতি তাঁর মিষ্টি হাসিতে ও সুন্দর কথাতে কখনও টিমের প্লেয়ারদের চাপে ফেলেন না। বরং উদ্বুদ্ধ করেন। (ছবি-বিসিসিআই)

যে কারণে দল হারুক বা জিতুক প্রীতি তাঁর মিষ্টি হাসিতে ও সুন্দর কথাতে কখনও টিমের প্লেয়ারদের চাপে ফেলেন না। বরং উদ্বুদ্ধ করেন। (ছবি-বিসিসিআই)

6 / 8
প্রীতি জিন্টা পঞ্জাবের ম্যাচে মাঠে উপস্থিত হলে দলের ফ্যানদের প্রতি বছরই জার্সি উপহার দিয়ে থাকেন। এ বারও সেই ছবি দেখা গিয়েছে। (ছবি-বিসিসিআই)

প্রীতি জিন্টা পঞ্জাবের ম্যাচে মাঠে উপস্থিত হলে দলের ফ্যানদের প্রতি বছরই জার্সি উপহার দিয়ে থাকেন। এ বারও সেই ছবি দেখা গিয়েছে। (ছবি-বিসিসিআই)

7 / 8
 ভক্তদের হাসিমুখে জার্সি বিলির পাশাপাশি পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টাকে হাসিমুখে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। (ছবি-বিসিসিআই)

ভক্তদের হাসিমুখে জার্সি বিলির পাশাপাশি পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টাকে হাসিমুখে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। (ছবি-বিসিসিআই)

8 / 8
Follow Us: