AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Travel: মেঘ ধরার স্বপ্ন‌ পূরণ করতে চান? ঘুরে আসুন ভারতের এই জায়গাগুলি থেকে

কেউ ছুটি কাটাতে চায়, কেউ বা চায় সেই জায়গা সম্পর্কে জানতে, আবার কেউ বা চায় স্বপ্ন‌ পূরণ করতে। উদ্দেশ্য যাই হোক না কেন, বেড়াতে যাওয়ার প্রধান কারণ তো মন ভাল করা। এরকমই কিছু জায়গার ঠিকানা নিয়ে আমরা এসেছি, যেখানে গেলে আপনি ছুঁয়ে নিতে পারবেন মেঘকে।

Travel: মেঘ ধরার স্বপ্ন‌ পূরণ করতে চান? ঘুরে আসুন ভারতের এই জায়গাগুলি থেকে
কোড়াইকানাল
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 4:14 PM
Share

কোনও জায়গায় ঘুরতে যাওয়ার অর্থ এক এক মানুষের কাছে এক এক রকমের হয়। কেউ ছুটি কাটাতে চায়, কেউ বা চায় সেই জায়গা সম্পর্কে জানতে, আবার কেউ বা চায় স্বপ্ন‌ পূরণ করতে। উদ্দেশ্য যাই হোক না কেন, বেড়াতে যাওয়ার প্রধান কারণ তো মন ভাল করা। এরকমই কিছু জায়গার ঠিকানা নিয়ে আমরা এসেছি, যেখানে গেলে আপনি ছুঁয়ে নিতে পারবেন মেঘকে। আর মন যে ভাল হয়েই যাবে সে কথা বলা বাহুল্য।

চেরাপুঞ্জি ও মৌসিনরাম- মেঘালয় মানেই জলপ্রপাতের দেশ, বৃষ্টির দেশ, মেঘেদের দেশ। চেরাপুঞ্জি ও মৌসিনরাম এই দুই জায়গাই মেঘালয়ে অবস্থিত। উপরন্ত সর্বাধিক বৃষ্টিপাতের কারণে এই দুই জায়গাই বেশ জনপ্রিয়। এমনকি এই কারণেই শুধু মৌসিনরামের নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সুতরাং আপনি যদি সত্যি বৃষ্টি ভালবাসেন আর মেঘেদের বাড়ির ঠিকানা খুঁজে থাকেন, তাহলে এই দুই জায়গাকে অবশ্যই রাখুন বাকেট লিস্টে। মেঘালয় বেড়াতে গেলে একই ট্রিপে আপনি দুটি জায়গা ঘুরে ফেলতে পারেন।

কোড়াইকানাল- সারা বছর ধরে টুক টুক করে চলতে থাকে বৃষ্টিপাত। তামিলনাড়ুর অন্যতম জনপ্রিয় হিল স্টেশন হল এই কোড়াইকানাল। একে ভারতের প্রিন্সেস অফ হিলস বলা হয়। এখানে লেকের ধারে হাঁটতে হাঁটে কখন যে আপনাকে মেঘে ঘিরে ফেলবে তা আপনি বুঝতে পারবেন না। মেঘেদের কোলে বসে যদি পশ্চিমঘাটের দৃশ্য অন্বেষণ করতে চান তাহলে কোড়াইকানালের থেকে সেরা জায়গা আর কিছু হয় না।

কুর্গ‌- দক্ষিণ ভারতের সৌন্দর্য লুকিয়ে আছে পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে। আর সেখানে মেঘেরা লুকোচুরি খেলবে না, তা তো হয় না। কুর্গ‌ দক্ষিণ ভারত তথা কর্ণাটকের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সবুজে ঘেরা এই পাহাড়ি অঞ্চলে হাঁটতে হাঁটতে আপনার মেঘেদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে।

মাথেরন- পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্য ছাড়াও এর আরেকটি বৈশিষ্ট্য হল এটি ভারতের একটি বড় অংশ নিয়ে গঠিত। তাই দক্ষিণ ভারতেই শুধু নয়, মহারাষ্ট্র, গুজরাট থেকেও আপনি পশ্চিমঘাটের সৌন্দর্য অন্বেষণ করতে পারবেন। এরকমই একটি জায়গা হল মহারাষ্ট্রের মাথেরন। এখানেও সারা বছর প্রায় লেগেই থাকে বৃষ্টিপাত। আর এখানে রয়েছে ট্রয় ট্রেনে করে ঘোরার সুযোগ। সুতরাং মহারাষ্ট্র গেলে অবশ্যই এই জায়গাকে রাখবেন বাকেট লিস্টে।

পেলিং- সিকিমের পেলিংয়েও আপনি দেখা পেতে পারেন মেঘেদের। তবে এখানে যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এমনটা নয়। হোটেলের বারান্দায় বসে গরম কফিতে চুমুক দিয়ে আপনি মেঘেদের লুকোচুরি দেখতে দেখতে কখন যে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে যাবে তা বুঝে ওঠা এখানে একটু কঠিন হয়ে উঠতে পারে।

নৈনিতাল- গাড়োয়াল হিমালয়ের কোলে মেঘ এসে আপনাকে জাপটে ধরবে না এমনটা হয় না। উত্তরাখণ্ডের নৈনিতালে বেড়াতে গেলে আপনি অবশ্যই এই দৃশ্য উপভোগ করবেন। লেকের ধারে ম্যালে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই নেমে আসতে পারে মেঘ।

আরও পড়ুন: জঙ্গলের ভিতরে ক্যাম্পিং করতে চান? রইল গাড়োয়ালের কোলে লুকিয়ে থাকা এক অফবিটের খোঁজ

আরও পড়ুন: পৃথিবীর উচ্চতম আইরিশ পাবের ঠিকানা জানেন কি?