নিষিদ্ধ, তবুও ভারতে রয়েছে ন্যুড বিচ!
গোয়ার অত্যন্ত জনপ্রিয় ডেস্টিনেশন হল ওজরান বিচ। লোকালয় থেকে অনেক দূরে, গোয়ান ভাইব, নিভৃতে সময় কাটাতে এই বিচের সুনাম রয়েছে সারা বিশ্বে। এমনই কিছু অসাধারণ বিচের নাম দেওয়া রইল এখানে...
1 / 5
ভারতে নগ্নতা এখনও স্বীকৃত না পেলেও দেশের অভ্যন্তরে এমন এমন জায়গা রয়েছে, যেখানে আপনি অন্যের দৃষ্টি এড়িয়ে অনায়াসেই প্রকৃতির মাঝে আদিম মানুষের রূপ নিতে পারেন।নিষিদ্ধ হলেও ভারতের কোথায় কোথায় ন্যুড বিচের সন্ধান পাওয়া যায় তারই একটি তালিকা দেওয়া রইল...
2 / 5
অগাত্তি আইল্যান্ড বিচ, লক্ষদ্বীপ: টপলেশ বিচ নামেও পরিচিত এই আইল্যান্ডটি। নারকেল গাছ, কোরাল রিফ আর সাদা বালিতে ঘেরা এই দ্বীপে প্রকৃতির মাঝে একান্তে সময় কাটাতে পারেন। যেকেউই এই বিচে যেতে পারেন না, অনুমতি মিললে তবেই এখানে যাওয়ার সুযোগ মেলে।
3 / 5
ওম বিচ, কর্ণাটক: সানট্যান ও সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে এই বিচ বহু পর্যটকের কাছে আকর্ষণের জায়গা।
4 / 5
মারারি বিচ, কেরালা: ঈশ্বরের দেশে গা ভাসিয়ে দিতে মারারি বিচ পারফেক্ট ডেস্টিনেশেন। নিরিবিলি, প্রকৃতির মাঝে একেবারে ব্যক্তিগত জীবন কাটাতে এখানে যেতে পারেন। স্বচ্ছ নীল জলে সানবাথ, রোমাঞ্চকর অনুভূতি পেতে বহু বিদেশি-দেশি পর্যটকদের পছন্দের জায়গা।
5 / 5
প্যারাডাইজ বিচ, গোকার্না: স্বর্গের দ্বার বোধহয় এই বিচেই কোথাও খুলে রাখা হয়েছে। নিভৃতে, নিরালায় এই বিচ যেন আদিম সভ্যতাকে ফিরিয়ে আনে।