সুচিত্রা সেনের মতো মোহময়ী হয়ে উঠতে চান? জেনে নিন, মহানায়িকার রূপচর্চার রোজকার রুটিন

শোনা যায়, সুচিত্রা সেন শুটিং ফ্লোরে পা রাখলেই তটস্থ হয়ে পড়ত গোটা শুটিং ফ্লোর। এমনকী, তাঁর মেকআপ রুমে ঢোকার অনুমতি ছিল না সবার।

সুচিত্রা সেনের মতো মোহময়ী হয়ে উঠতে চান? জেনে নিন, মহানায়িকার রূপচর্চার রোজকার রুটিন

|

Jun 14, 2025 | 6:08 PM

তিনি ছিলেন স্বপ্নসুন্দরী। তাঁর এক হাসিতেই কাবু ছিল গোটা পুরুষমহল। এখনও পর্যন্ত তাঁর রূপকে টেক্কা দিতে পারে ইন্ডাস্ট্রিতে তেমন কেউ নেই। হ্য়াঁ, তিনি মহানায়িকা সুচিত্রা সেন। যিনি পর্দায় এসে দাঁড়ালে এক ম্যাজিক বয়ে যেত প্রেক্ষাগৃহে। কী ছিল তাঁর রূপ রহস্য?

শোনা যায়, সুচিত্রা সেন শুটিং ফ্লোরে পা রাখলেই তটস্থ হয়ে পড়ত গোটা শুটিং ফ্লোর। এমনকী, তাঁর মেকআপ রুমে ঢোকার অনুমতি ছিল না সবার। অনেকেই সেই সময় জানতে চেষ্টা করেছেন, সুচিত্রা সেনের রূপচর্চার রুটিন, কিন্তু কখনই মহানায়িকা তা ফাঁস করেননি। তবে একটিবার মিস শেফালিকে রূপটানের টিপস দিয়েছিলেন সুচিত্রা। যা অনুসরণ করে, মিস শেফালিও হয়ে উঠেছিলেন মোহময়ী। কী ছিল সেই টিপস?

মিস শেফালির বায়োগ্রাফিতে জানা যায়, সুচিত্রা তাঁকে বলেছিলেন, মুখ ধোয়ার সময় কখনই সাবান ব্যবহার করবে না, বরং বেসন দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এরপর আলতোভাবে মুছে নিয়ে ক্রিম মাখতে হবে। এমনকী, সুচিত্রা বলেছিলেন, প্রতিরাতে বাড়ি ফিরে মেকআপ তুলে, মুখে ক্রিম মেখে গরমভাব নিতে।

এছাড়াও নানা পত্র-পত্রিকা থেকে জানা যায়, নিজেকে সুন্দর রাখতে একটি বিশেষ ডায়েটও অনুসরণ করতেন সুচিত্রা। খেতেন প্রচুর ফল, সবজি। বিকেল হলে ড্রাইফ্রুটস তাঁর চাই-ই-চাই। এভাবেই মোহময়ী হয়ে উঠেছিলেন সুচিত্রা।