এক গাজরেই তুলতুলে নরম ত্বক, ফেসপ্যাক বানানোর নিয়মটা জাস্ট জেনে নিন

হাজার হাজার ক্রিম ব্যবহার করেও লাভ হচ্ছে না। উলটে ত্বক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বরং একবার গাজর ট্রাই করুন। রূপ বিশেষজ্ঞরা বলছেন, গাজরে রয়েছে এমন কিছু উপাদান, যা ত্বকে জেল্লা ফেরাতে ম্যাজিকের মতো কাজ করে।

এক গাজরেই তুলতুলে নরম ত্বক, ফেসপ্যাক বানানোর নিয়মটা জাস্ট জেনে নিন

|

May 06, 2025 | 10:59 PM

হাজার হাজার ক্রিম ব্যবহার করেও লাভ হচ্ছে না। উলটে ত্বক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বরং একবার গাজর ট্রাই করুন। রূপ বিশেষজ্ঞরা বলছেন, গাজরে রয়েছে এমন কিছু উপাদান, যা ত্বকে জেল্লা ফেরাতে ম্যাজিকের মতো কাজ করে।

১) এক চামচ মধুর সঙ্গে আধ কাপ গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

২) দুচামচ বেসনের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।

৩) অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৪) আধা কাপ গাজরের পেস্ট এবং এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।