কাবাব বা রোস্ট নয়, বাড়িতে মুচমুচে মুরগি তৈরি করে তাক লাগিয়ে দিন সবাইকে

আকাশ মিশ্র |

Mar 18, 2025 | 8:38 PM

মুরগির ঝোল তো হামেশাই তৈরি করেন। একটু স্বাদ বদলাতে রোস্টও তৈরি করতে পারেন। তবে একবার এই মুচমুচে মুরগির রেসিপিটা তৈরি করে দেখুন। বাড়ির আট থেকে আশি সবাই চেটে চেটে খাবে এই পদ।

কাবাব বা রোস্ট নয়, বাড়িতে মুচমুচে মুরগি তৈরি করে তাক লাগিয়ে দিন সবাইকে

Follow Us

মুরগির ঝোল তো হামেশাই তৈরি করেন। একটু স্বাদ বদলাতে রোস্টও তৈরি করতে পারেন। তবে একবার এই মুচমুচে মুরগির রেসিপিটা তৈরি করে দেখুন। বাড়ির আট থেকে আশি সবাই চেটে চেটে খাবে এই পদ।

যা যা লাগবে–

মুরগি ১ কেজি বড়ো টুকরো করে কাটা, লঙ্কাগুঁড়ো ১ চা চামচ, ভিনিগার ২ টেবিল চামচ, এলাচগুঁড়ো চা চামচ, জায়ফল ২ চা চামচ, নুন। গোলার জন্য- ফ্যাটানো ডিম ২টি, কর্নফ্লাওয়ার২ কাপ, দুধ ২ টেবিল চামচ, কোরানো চিজ ১ টেবিল চামচ, কর্নফ্লেক্স অথবা বিস্কুটের গুঁড়ো, আন্দাজমতো নুন, ভাজার জন্য তেল।

এভাবে তৈরি করুন–

মুরগি টুকরো করে ধুয়ে সমস্ত উপকরণ মাখিয়ে ৩ ঘণ্টা রেখে দেবেন। ফ্যাটানো ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ার, দুধ, কোরোনো চিজ, নুন মেশান। বেশি তেল গরম করে মুরগির টুকরোগুলি গোলাতে ডুবিয়ে কর্নফ্লেক্স অথবা রুটির গুঁড়ো লাগিয়ে ডোবানো তেলে বাদামি রং করে ভেজে গরম গরম পরিবেশন করুন।