সুজি দিয়ে এটা রাঁধলেই হইচই পড়ে যাবে বাড়িতে, সময় লাগবে মাত্র ৫ মিনিট
কথায় কথায় অ্যাপে খাবার ডেলিভারি নয়। বাড়ির আট থেকে আশিদের মন কাড়ুন নিজের হাতে রেঁধে। আর এ ব্যাপারে নতুন নতুন পদ রান্না করেই বাজিমাত করুন।

কথায় কথায় অ্যাপে খাবার ডেলিভারি নয়। বাড়ির আট থেকে আশিদের মন কাড়ুন নিজের হাতে রেঁধে। আর এ ব্যাপারে নতুন নতুন পদ রান্না করেই বাজিমাত করুন। যেমন ট্রাই করতে পারেন সুজির কাটলেট। মাত্র ৫ মিনিটেই তৈরি হবে এই সুস্বাদু পদ।
যা যা লাগবে–
সুজি ১২ টেবিল চামচ, দুধ অথবা জল ২২ কাপ, মাখন ১ টেবিল চামচ, কোরানো চিজই কাপ (না দিলেও চলে), মিহি করে কুচোনো কাঁচালঙ্কা রুচি অনুযায়ী, মিহি করে কুচোনো পেঁয়াজ ২টি, মিহি করে কুচোনো আদা ১ ইঞ্চি, নুন ১ চা চামচ অথবা রুচি অনুযায়ী, মিহি করে কুচোনো ধনেপাতা অথবা পুদিনা ১ মুঠো, গোলার জন্য ময়দা ১ কাপ অথবা বেশি, বিস্কুটের গুঁড়ো প্রয়োজনমতো, ভাজার জন্য তেল বা ঘি।
এভাবে তৈরি করুন–
একটি প্যানে দুধ বসিয়ে তাতে মাখন ও চিজ দিন। এবারে সুজি, নুন, আদা, পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা ও পুদিনা দিয়ে অনবরত নাড়তে থাকুন। সুজি যখন শুকনোমতো হবে তখন নামিয়ে ঠান্ডা করুন। এবারে তা থেকে অল্প সুজির মণ্ড নিয়ে কাটলেট অথবা চপের আকারে গড়ে ময়দার গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো ভালো করে চেপে লাগান। অল্প তেল দিয়ে তাওয়াতে হালকা বাদামি রং করে ভেজে সস অথবা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।





