কাপ থেকে চা-কফির দাগ উঠছে না? এই টোটকা গুলো মানলেই সব ভ্যানিশ

সাধ করে সুন্দর সুন্দর চায়ের কাপ, কফি মগ কিনেছেন। কিন্তু অল্প দিন যেতেই চায়ের কাপে চা-কফির বাজে দাগ। হাজার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই সেই দাগ উঠছে না।

কাপ থেকে চা-কফির দাগ উঠছে না? এই টোটকা গুলো মানলেই সব ভ্যানিশ

|

Apr 10, 2025 | 8:45 PM

সাধ করে সুন্দর সুন্দর চায়ের কাপ, কফি মগ কিনেছেন। কিন্তু অল্প দিন যেতেই চায়ের কাপে চা-কফির বাজে দাগ। হাজার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই সেই দাগ উঠছে না। কী করবেন? চিন্তা নেই। ঘরোয়া টোটকাতেই হবে সমাধান।

চা বা কফির কাপ ব্যবহারের পর অন্তত ১৫ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। তারমধ্যে ঢেলে দিন কিছুটা পরিমাণ বাসন মাজার তরল সাবান। এরপর হালকা করে ঘষে নিন।

কাপ, কফি মগ পরিষ্কার করতে ভিনিগারের সাহায্য নিন। জলের সঙ্গে ১ চামচ ভিনিগার মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ভিনিগারের মিশ্রণটি দিয়ে কাপগুলো মেজে নিন। দেখবেন ঝটপট দাগ উঠে যাবে।

সপ্তাহে অন্তত একটা দিন চায়ের কাপ, ডিশ, কফি মগকে ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ঘষে নিন এতে কাপ ঝকঝকে থাকবে বহুদিন।