
ডিসেম্বর পড়লেও, শীত এখনও সেভাবে জাঁকিয়ে পড়েনি। কিন্তু ত্বক কিন্তু ইতিমধ্যেই শুষ্ক হওয়া শুরু হয়েছে। সকাল বিকেল ক্রিম না মাখলে, ত্বকে টান টান ভাব দেখা যায়। তাই এই সময় ঠিকঠাক ত্বকের চর্চা না করলে, অল্প বয়সেই চামড়ায় বলিরেখা পড়তে পারে। বাজার চলতি সব অ্য়ান্টি অ্য়াজিং ক্রিম কিন্তু অনেক সময়ই কাজ করে না। ওসবের প্রয়োজন নেই। বরং বাড়িতেই রয়েছে এমন দুই জিনিস যা মিশিয়ে মুখে মাখলেই বলিরেখা হবে গায়েব। হ্য়াঁ, দুই জিনিস হল কলা এবং কফি। কীভাবে মাখবেন? জেনে নিন।
১) হালকা গরম জলে এক চামচ কফি মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন। শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা কমবে।
২) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।
৩) হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে।
৪) দিন দিন ঠোঁটের রং কালো হয়ে যাচ্ছে? কোনও চিন্তা নেই। কলার ছোট টুকরো করে নিন। তার মধ্যে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।
৫) গ্রাউন্ডারে কিছুটা পরিমাণ কলা নিন। তার মধ্যে দুচামচ মধু মিশিয়ে নিন। আর দু চামক কফি। ভাল করে মিশিয়ে হাতে, পায়ে, মুখে, গলায় মেখে নিন। নিয়মিত এটা করলে ত্বক নরমও হবে, ঝকঝকেও হবে।