রং খেলে ভূত সাজার পর শুধু মাখুন এই জিনিস, তাহলেই ২ মিনিটে ভ্যানিশ সব রং

বুরা না মানো হোলি হ্যায়! হ্যাঁ, এমনটাই বলেই বন্ধু, প্রিয় মানুষেরা ঝাঁপিয়ে পড়ল হাতে রং নিয়ে। ব্যস, এমন রং বদল, এমন ভোলবদল যে, আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না। এবার উপায়, কীভাবে তুলবেন রং?

রং খেলে ভূত সাজার পর শুধু মাখুন এই জিনিস, তাহলেই ২ মিনিটে ভ্যানিশ সব রং
Image Credit source: Social Media

|

Mar 14, 2025 | 12:32 AM

বুরা না মানো হোলি হ্যায়! হ্যাঁ, এমনটাই বলেই বন্ধু, প্রিয় মানুষেরা ঝাঁপিয়ে পড়ল হাতে রং নিয়ে। ব্যস, এমন রং বদল, এমন ভোলবদল যে, আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না। এবার উপায়, কীভাবে তুলবেন রং? নানারকম ফেশওয়াশ, নানা ফেসপ্যাক মেখেও রং যেই কে সেই। চিন্তা নেই। ঘরেই রয়েছে এমন অনেক কিছু যা মাখলেই, ২ মিনিটে ভ্যানিশ হবে সব রং।

প্রথমে মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এক্ষেত্রে ব্যবহার করুন উষ্ণজল। তারপর একটু ময়দার সঙ্গে অল্প দই মিশিয়ে নিন। তারপর ভালো করে সারা মুখে, হাতে, পায়ে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে ফেলুন। দেখবেন সব রং গায়েব।

একটি পাত্রে টমেটোর রস নিয়ে নিন। তারপর সেটায় একটু কফি মেশান। এবার একটা তুলো দিয়ে সারা মুখে লাগিয়ে দিন। কিছুক্ষণ রেখে শুকিয়ে ভালো করে ধুয়ে নিন। দেখবেন, ঝটপট রং চলে যাবে।

কাঁচা দুধের মধ্যে এক চামচ কফি মেশান। ভালো করে সেটা মুখে, গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন। রং দেখবেন ঝট করে গায়েব।

তবে রং খেলার আগে মুখে ভালো করে ময়েশ্চারাইজার মেখে নিন। তারপর একটু বেশিমাত্রায় সানস্ক্রিন মাখুন। তারপর নিশ্চিন্তে খেলুন রং। দেখবেন আপনার রং খুব সহজেই উঠে যাবে।

কখনই জোর করে ঘষে ঘষে রং তুলতে যাবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। বরং একটু আধটু রং থেকে গেলে ক্ষতি নেই। রং খেলেছেন যখন, বিন্দাস থাকুন।