ফ্লেভার্ড কন্ডোম ছেড়ে এবার গন্ধহীন কন্ডোমে ফিরুন, বুঝবেন না কত বড় বিপদ ঘটছে…
চকোলেট, স্ট্রবেরি, আম, আদা কিংবা ব্ল্য়াক কারেন্ট! নাহ, শুধু আইসক্রিম নয়। এসব ফ্লেভার এখন সমান জনপ্রিয় কন্ডোমেও। যৌনতায় ঝড় তুলতে এসব কন্ডোমের চাহিদা কিন্তু সব সময়ই তুঙ্গে। অনেকেই সঙ্গমের চিরাচরিত কায়দার থেকে একঘেয়ামি মেটাতে ফ্লেভার্ড কন্ডোম বা সুগন্ধী কন্ডোম ব্যবহার করেন।

চকোলেট, স্ট্রবেরি, আম, আদা কিংবা ব্ল্য়াক কারেন্ট! নাহ, শুধু আইসক্রিম নয়। এসব ফ্লেভার এখন সমান জনপ্রিয় কন্ডোমেও। যৌনতায় ঝড় তুলতে এসব কন্ডোমের চাহিদা কিন্তু সব সময়ই তুঙ্গে। অনেকেই সঙ্গমের চিরাচরিত কায়দার থেকে একঘেয়ামি মেটাতে ফ্লেভার্ড কন্ডোম বা সুগন্ধী কন্ডোম ব্যবহার করেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই ধরনের কন্ডোম মোটেই ভালো নয়, এর ফলে শরীরে বড় বিপদ ঘটতে পারে।
প্রথমেই জেনে রাখা দরকার, এই ধরনের সুগন্ধী কন্ডোম বাজারে এল কেন? এর নেপথ্যে কি রয়েছে বিশেষ কারণ? চিকিৎসকরা বলছেন, ফ্লেভার্ড কন্ডোম তৈরিই হয়েছিল শুধুমাত্র ওরাল সেক্সের জন্যই। চিকিৎসকরা বলছেন, ওরাল সেক্সেও অনেক সময় যৌনরোগের সম্ভাবনা থাকে। তা আটকানোর জন্যই এই ফ্লেভার্ড কন্ডোমের জন্ম। ওরাল সেক্সের সময় এই বিশেষ ফ্লেভার্ড ওরাল সেক্সকে আরও বেশি উত্তেজক করে তোলার জন্য।
চিকিৎসকরা বলছেন, রবারে বিশেষ ফ্লেভার মেশানোর জন্য বিশেষ কেমিক্যাল ব্যবহার হয়। যা কিনা ওরাল সেক্সের কথা মাথায় রেখেই। তবে এই কন্ডোম পরে যৌনক্রিয়া করলে, গোপন অঙ্গে রিয়্যাকশন তৈরি হয়। যা কিনা শরীরে সমস্যা তৈরি করে।
চিকিৎসকরা বলছেন, ফ্লেভার্ড কন্ডোমে বিশেষ ফ্লেভার আনার জন্য সুগার ব্য়বহার করা হয়। আর এই কৃত্রিম সুগার মেয়েদের যৌনাঙ্গে সমস্যা তৈরি করতে পারে। যা কিনা যৌনরসের সঙ্গে মিশে শরীরে অন্যান্য সমস্য়া তৈরি করে। তবে শুধুই মেয়েদের নয়, ফেলার্ভ কন্ডোম পরে সঙ্গম করলে ছেলের যৌনাঙ্গেও নানা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে সিফিলিস বা ধ্বজভঙ্গ হওয়ারও সম্ভাবনা থাকে। তাই ওরাল সেক্সে এই ধরনের কন্ডোম ব্যবহার হলেও, সঙ্গমে একেবারেই নয়। চিকিৎসকের কথায়, সঙ্গমের জন্য গন্ধহীন কন্ডোমই একেবারে পারফেক্ট।





