একমুঠো ভাতেই গাছ ভরে যাবে ফুলে, এই কৌশলেই আপনার বাগান দেখতে জমবে ভিড়
একবার ফুল ফুটেই তারপর বন্ধ। তারপর একদিন গাছ শুকিয়ে কাঠ। বাজার চলতি নানা সার, চাপাতা, খোলপচা দিয়েও কাজে লাগছে না কিছু। আপনার একসময়ের সাজানো বাগান এখন শুধুই শুকনো গাছে ডেরা। গাছের যত্নে কি কোথাও ভুল হচ্ছে?

হাজার চেষ্টা করেও, বেশিদিন গাছ বাঁচাতে পারছেন না। একবার ফুল ফুটেই তারপর বন্ধ। তারপর একদিন গাছ শুকিয়ে কাঠ। বাজার চলতি নানা সার, চাপাতা, খোলপচা দিয়েও কাজে লাগছে না কিছু। আপনার একসময়ের সাজানো বাগান এখন শুধুই শুকনো গাছে ডেরা। গাছের যত্নে কি কোথাও ভুল হচ্ছে?
গাছের খাবার দেওয়া হয় সারের মাধ্যমে। জৈব, রাসায়নিক দুই ধরনের সারই পাওয়া যায়। তবে গাছ বাঁচাতে এবং গাছে ফুল ফোটাতে একমুঠো ভাত কিন্তু দারুণ কাজ করবে। যা কিনা গাছের পুষ্টিগুণ বৃদ্ধি করবে। মানুষের সুস্বাস্থ্য়ের জন্য যেমন পটাশিয়াম, ক্যালশিয়াম, জিঙ্ক, সোডিয়ামের মতো খনিজের প্রয়োজন হয়, তেমনই গাছের জন্য প্রয়োজন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর এই উপাদানই গাছকে জোগান দেবে ভাত।
একটি কাচের পাত্রে এক মুঠো ভাত নিন। তার মধ্যে কিছু পরিমাণ জল ঢেলে নিয়ে, ঘরের কোনও অন্ধকার, ঠান্ডা জায়গায় ঢেকে রেখে দিন। এই অবস্থাতেই তিন-চারদিন রেখে দিন। তারপর ভাত ছেঁকে নিয়ে সেই জল একটা স্প্রে বোতলে ভরে নিয়ে গাছে স্প্রে করুন। দেখবেন এতে গাছ সতেজ থাকবে। আর ভাতটি দিয়ে দিন গাছের গোড়ায়। গোটা একদিন রেখে, পরের দিন গাছের গোড়া পরিষ্কার করে দিন। নাহলে পিঁপড়ে হবে। দেখবেন, যে ফুল গাছে বহুদিন ধরে ফুল ফোটে না, সেই গাছেও প্রচুর ফুল ফুটতে শুরু করবে। মাসে অন্ততদ দুবার এই সার ব্যবহার করুন।





