
গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো, গুড় মাখাও ত্বকের পক্ষে খুবই উপকারি। রূপ বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের কালো ছোপ দূর করতে খুবই ভালো কাজ করে গুড়। তাই নানান ফেসপ্যাকে গুড় মিশিয়ে নিলে কিন্তু দারুণ ফল পাবেন।
গুড় আর টম্যাটোর ফেসপ্যাক কিন্তু বলিরেখা দূর করতে ওস্তাদ। এর জন্য গুড়কে ভালো করে গুড়ে করে নিন। তারপর সেই গুড়ের সঙ্গে মিশিয়ে দিন এক চামচ টম্য়াটোর রস। তারপর মুখে মেখে, আধঘণ্টা মতো রাখুন। এরপর হালকা হাতে মাসাজ করে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এতে কিন্তু ব্রনও কমবে।
গুড়ের সঙ্গে মিশিয়ে নিন গ্রিন চায়ের লিকার। তারমধ্যে মিশিয়ে নিন হলুদ। এই ফেসপ্যাক ত্বকের কালচে ছোপ দূর করতে দারুণ কাজ করবে।
গুড়ো গুড়ের সঙ্গে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গ্লিসারিন। রাতে শোয়ার আগে মুখে ভালো করে মেখে নিন। কিছুক্ষণ মুখে রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক একেবারে তরতাজা হয়ে গিয়েছে।