
চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা। কিন্তু পয়লা বৈশাখ বলে কথা। সাজগোজের সঙ্গে কিন্তু কোনও আপোস করা যাবে না। কিন্তু গরমটাকেও তো মাথায় রাখতে হবে। চিন্তা নেই, গরমকে বুড়ো আঙুল দেখিয়েও সাজতে পারেন বৈশাখী সাজে। রইল তারই সিক্রেট টিপস।
প্রথমেই মাথায় রাখুন যে পোশাকই পরুন না কেন, তা যেন হয় সুতির পোশাক। দিনের বেলা হলে হালকা রঙের পোশাকই বেছে নিন। পয়লা বৈশাখের কথা মাথায় রেখে সাদা ও লালের কম্বিনেশন বেছে নিন।
শাড়ি পড়লে অবশ্য়ই সুতির বা হ্যান্ডুলুম শাড়ি পরুন। এতে সাজগোজে একটা বাঙালিয়ানার ছাপও থাকবে। সঙ্গে পরেও আরাম পাবেন। এক্ষেত্রে সাদা বা লাল পরতে না চাইলে, হালকা গোলাপি, হালকা সবুজ বা হলুদ পরতেই পারেন।
গরমে বেশি মেকআপের দিকে যাবেন না। হালকা মেকআপ করুন। অল্প ফাউন্ডেশন, প্রয়োজন পড়লে স্ট্রোব ক্রিম কিংবা মোম ক্রিম ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
শাড়ি বা পোশাকের সঙ্গে মানানসই হালকা লিপস্টিক পরে নিন। চোখে হালকা আইলাইনার বা কাজল। দেখবেন সবার নজর কাড়বে আপনার সাজ।
ভাল একটা পারফিউম লাগাতে ভুলবেন না। ফুলের গন্ধওয়ালা পারফিউম লাগালে কিন্তু আপনার সাজ সম্পুর্ণ হবে। এক্ষেত্রে গোলাপ বা বেল ফুলের গন্ধকেই বেছে নিন।
শাড়ি পরলে চেষ্টা করুন খোঁপা করতে। আর সেই খোঁপাকে সাজিয়ে দিন বেলফুলের মালায়। দেখবেন এই চরম গরমেও আপনার সাজ চোখে আরাম দেবে।