দিন দিন কেরিয়ার ডুবছে? বাস্তু বদলে সবাইকে টেক্কা দিন

তাঁরা অনেকেই মনে করেন, জীবনের ওঠা-নামা অনেকেই নির্ভর করে আপনার বাস্তুর উপর। তা আপনার বাড়ি হোক কিংবা হোক অফিস। বাস্তু বদলে ফেললেই দেখবে উন্নতি হবে ঝটপট। কী করবেন?

দিন দিন কেরিয়ার ডুবছে? বাস্তু বদলে সবাইকে টেক্কা দিন

|

Jun 12, 2025 | 5:32 PM

কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তবে এক্ষেত্রে বস্তু নয়, বাস্তু শব্দটা একেবারে পারফেক্ট। যাঁরা বাস্তুকে বিশ্বাস করেন, তাঁরা অনেকেই মনে করেন, জীবনের ওঠা-নামা অনেকেই নির্ভর করে আপনার বাস্তুর উপর। তা আপনার বাড়ি হোক কিংবা হোক অফিস। বাস্তু বদলে ফেললেই দেখবে উন্নতি হবে ঝটপট। কী করবেন? বিশেষজ্ঞরা দিলেন টিপস।

১) ল্যাপটপে যখন কাজ করার সময়, অবশ্যই আপনার মুখ থাকুক দক্ষিণ দিকে। বাস্তু শাস্ত্রমতে, দক্ষিণ দিকই আসলে উন্নতির দিক। বাস্তুশাস্ত্রে এই কারণেই বলা হয় দক্ষিণ দিকে বাড়ির প্রবেশদ্বার রাখা উচিত। এতে পজিশিভ এনার্জিগুলো বাড়ির ভিতর আসবে।

২) বাস্তুশাস্ত্র অনুযায়ী, সব সময় চেষ্টা করবেন, চেয়ারে সোজা হয়ে বসতে। পায়ের উপর পা তুলে কখনই বসবেন না । শুধু অফিসে নয়, ঘরে থেকে অফিসের কাজ করলেও এটা মেনে চলুন। দেখবেন, ধীরে ধীরে নেগেটিভ এনার্জিগুলো দূরে সরে যাবে।

৩) আপনি যেখানে কাজ করেন। সেই ডেস্কে একটা গাছ রাখার চেষ্টা করুন। মানি প্ল্যান্ট রাখতে পারেন। ফুল ভর্তি ফুলদানিও রাখতে পারেন। তবে এক্ষেত্রে প্লাসটিকের ফুল বা গাছ ভুলেও ব্যবহার করবেন না।

৪) ছোট্ট গণেশের একটি মূর্তি রাখুন আপনার কাজের ডেস্কে। গণেশের মুখ যেন থাকে দক্ষিণ দিকে। গণেশের কৃপা সদায় আপনার মাথার উপর থাকবে। উন্নতিও আসবে।

৫) অফিসের ডেস্ক নিয়মিত পরিষ্কার রাখুন। দেখুন ইলেকট্রিক তার যেন অগোছালো হয়ে না থাকে। কাজ শুরুর আগে নিয়মিত আরাধ্য দেবতাকে প্রার্থনা করুন। দেখবেন ফল পাবেনই। আর এতে আপনার থেকে দূরে থাকবে নেগেটিভ এনার্জি।