AC ছাড়াই হবে ঘর ঠান্ডা, এই নিয়ম মানলেই চরম গরমেও ঠক ঠক করে কাঁপবেন

মার্চ পড়তে না পড়তেই গরমে একেবারে নাজেহাল অবস্থা। AC চালাতেই হু হু করে বাড়তে থাকে ইলেকট্রিক বিল। এই অবস্থায়, শুধুই কী আর সিলিং বা টেবিল ফ্যান কাজ দেয়? চিন্তা নেই। রয়েছে এমন কিছু সহজ উপায়, যা সাহায্যে খুব সহজেই ঠান্ডা হবে আপনার ঘর।

AC ছাড়াই হবে ঘর ঠান্ডা, এই নিয়ম মানলেই চরম গরমেও ঠক ঠক করে কাঁপবেন
Image Credit source: Social Media

|

Apr 08, 2025 | 8:59 PM

মার্চ পড়তে না পড়তেই গরমে একেবারে নাজেহাল অবস্থা। AC চালাতেই হু হু করে বাড়তে থাকে ইলেকট্রিক বিল। এই অবস্থায়, শুধুই কী আর সিলিং বা টেবিল ফ্যান কাজ দেয়? চিন্তা নেই। রয়েছে এমন কিছু সহজ উপায়, যার সাহায্যে খুব সহজেই ঠান্ডা হবে আপনার ঘর। এসিও লাগবে না।

১) প্রথমেই বদলে ফেলুন আপনার ঘরের পর্দা। হালকা পর্দার পরিবর্তে গরমের সময় ব্যবহার করুন ভারী পর্দা। রং বাছুন গাঢ়। চেষ্টা করুন দিনের বেলা সারাক্ষণ জানলার পর্দা টেনে রাখতে। তবে ভারী পর্দা ব্যবহার করলে খেয়াল রাখুন ঘর যেন বেশি অন্ধকার না হয়।
২) বিছানায় পাতুন হালকা রঙের চাদর। এতে ঘর ঠান্ডা থাকবে। চেষ্টা করুন বালিশের কভার, চাদর, সব সাদা বা অফ হোয়াইট রঙের রাখতে।
৩) ঘরের মধ্যে রাখুন কয়েকটি গাছ। যেমন, অ্যালোভেরা, মানি প্ল্যান্ট। এই দুই গাছ ঘরের উত্তাপ শুষে নিতে দারুণ কাজ করে। ঘরে একটা ঠান্ডা আমেজ থাকে।
৪) ঘরের রং বাছুন হালকা। এ ব্যাপারে সাদা রংকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন। ব্যবহার করতে পারেন হালকা গোলাপিও।

৫ ) রাতের বেলা হালকা আলো জ্বালান। এতে ঘর অনেক ঠান্ডা থাকবে। যদি পারেন কিছুটা সময় লাইট অফ রেখে ঘরকে একেবারে অন্ধকার রাখুন। ঘরের মধ্যে ফুলদানিতে রাখুন হলুদ রঙের ফুল। এতে ঘরকে খুব ফ্রেশ দেখাবে।