ঘরের উপাদানেই তৈরি হবে ফেস সিরাম, কায়দা জানলে বাজার থেকে আর কিনবেন না!

এই সিরাম ব্য়াপারটি ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ত্বকের বলিরেখা কমে যায় এবং ত্বক ঝকঝকে হয়ে ওঠে। কিন্তু বাজারে সিরামের অনেক দাম। তাই বাড়িতে বানিয়ে নিতে পারেন ফেস সিরাম।

ঘরের উপাদানেই তৈরি হবে ফেস সিরাম, কায়দা জানলে বাজার থেকে আর কিনবেন না!

|

Jun 26, 2025 | 6:01 PM

রূপ বিশেষজ্ঞরা বলছেন, স্কিন কেয়ারের সময় নিয়মিত একটি রুটিন মেনে চলতে হয়। প্রথমে ক্লিনজিং, তারপর টোনিং, তারপর সিরাম, ময়েশ্চারাইজার এবং সব শেষে সানস্ক্রিন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিরাম ব্য়াপারটি ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ত্বকের বলিরেখা কমে যায় এবং ত্বক ঝকঝকে হয়ে ওঠে। কিন্তু বাজারে সিরামের অনেক দাম। তাই বাড়িতে বানিয়ে নিতে পারেন ফেস সিরাম। যা কিনা দামেও কম, কাজেও ভাল।

কীভাবে বানাবেন?

কিছুটা পরিমাণ অ্য়ালোভেরা জেল নিন। জেলের মধ্যে এক চামচ গোলাপ জল মিশিয়ে দিন। এরপর তার মধ্যে একটা ভিটামিন ই ট্য়াবলেট দিয়ে দিন। এবার একটা শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। তৈরি আপনার ফেস সিরাম।

রোজ রাতে শোয়ার আগে ভাল করে মুখ পরিষ্কার করে সিরাম লাগান। এরপর অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দেখবেন একসপ্তাহের মধ্য়েই আপনার ত্বকে জেল্লা ফিরবে।