গরমে ত্বক জেল্লা হারাচ্ছে? এই দুই ফেসপ্যাকেই ঝকঝকে হবে মুখশ্রী

হাজার সানস্ক্রিন, হাজার ক্রিম মেখেও কোনও লাভ হচ্ছে না। উল্টে ত্বক জেল্লা হারাচ্ছে। চিন্তা নেই। খুব সহজ উপায়েই দূর হবে ত্বকের এই কালচে ভাব। শুধু লাগবে মূলতানি মাটি।

গরমে ত্বক জেল্লা হারাচ্ছে? এই দুই ফেসপ্যাকেই ঝকঝকে হবে মুখশ্রী

|

May 14, 2025 | 7:52 PM

চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা। হাজার সানস্ক্রিন, হাজার ক্রিম মেখেও কোনও লাভ হচ্ছে না। উল্টে ত্বক জেল্লা হারাচ্ছে। চিন্তা নেই। খুব সহজ উপায়েই দূর হবে ত্বকের এই কালচে ভাব। শুধু লাগবে মূলতানি মাটি।

১) প্রথমে শসার খোসা ছাড়িয়ে রস বার করে নিন। এর সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। হালকা মাসাজও করে নিন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন।

২) দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ টেবিল চামচ অ্যালো ভেরা জেল আর এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই প্যাক মুখে, গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণর সমস্যা থেকে ত্বকে কালচে ছোপ, সব সমস্যায় দারুণ কাজ দেয় এই ফেসপ্যাকটি।