Fish Recipe: এভাবে রেঁধে ফেলুন রুই মাছের চচ্চড়ি, স্বাদের চোটে একগাল ভাত বেশি খাবেন

Easy Bengali Style Fish Recipe: রোজকার মাছের ঝোলকে বিরতি দিয়ে মাঝে মধ্যে মাছের নতুন স্বাদ কিন্তু ভালোই লাগে। আর তা জেনেই, মা-ঠাকুমা তাঁদের হেঁশেলে রেখেছেন নানা স্বাদের পদ। এই যেমন, রুই মাছের চচ্চড়ি।

Fish Recipe: এভাবে রেঁধে ফেলুন রুই মাছের চচ্চড়ি, স্বাদের চোটে একগাল ভাত বেশি খাবেন

|

Aug 27, 2025 | 6:15 PM

মাছের চচ্চড়ি ব্য়াপারটা কিন্তু গরমভাতের সঙ্গে দারুণ জমে যায়। রোজকার মাছের ঝোলকে বিরতি দিয়ে মাঝে মধ্যে মাছের নতুন স্বাদ কিন্তু ভালোই লাগে। আর তা জেনেই, মা-ঠাকুমা তাঁদের হেঁশেলে রেখেছেন নানা স্বাদের পদ। এই যেমন, রুই মাছের চচ্চড়ি।

যা যা লাগবে–

রুই মাছ ৪০০ গ্রাম, পোস্তবাটা ৫০ গ্রাম, কাজুবাটা ৫০ গ্রাম, আদাবাটা ২ চাম্য। জিরেবাটা ১ চামচ, লঙ্কাবাটা ১ চামচ, টকদই ১০০ গ্রাম, রসুনবাটা ২ চামচ, ঘি ৫০ গ্রাম গরমমশলা ২ চামচ, মটরশুঁটি ২ কাপ, জল ২ কাপ, নুন, হলুদ ও চিনি আন্দাজমতে, মাখন ১০০ গ্রাম।

তৈরি করুন এভাবে–

২ কাপ জলে মাছ নুন দিয়ে সেদ্ধ করে নিন। কাঁটা বেছে রাখুন। এবার কড়াইতে ঘি দিন। তাতে পেঁয়াজকুচি ও সমস্ত বাটা মশলা দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে নিন তারপর সেদ্ধ করা মাছ দিয়ে আরও ২-৪ মিনিট কষিয়ে নামিয়ে রাখুন। অন্য একটি কড়াইতে বাকি ঘি দিয়ে মাছের পুরগুলো লালচে করে ভেজে নিন। এবার কড়াইতে মাখন দিন। গরম হলে পোস্ত, কাজুবাটা, দই ও মটরশুঁটি দিয়ে সমানে কষতে থাকুন। নুন, হলুদ দিন। ৪-৫ মিনিট বাদে জল দিন। টগবগ করে ৩-৪ মিনিট ফুটতে দিন। তারপর মাছের খুন্তি দিয়ে নেড়েচেড়ে চিনি ও গরমমশলা দিয়ে নামিয়ে নিন।

তথ্য- বেণুদির হাজার রান্না