ফলের রসে এবার কমবে মুখের বলিরেখা, কায়দাটা শুধু জেনে নিন

শুধু জানতে হবে, কোন ফল দিয়ে, কীভাবে ফেসিয়াল করবেন। তবে হ্যাঁ, যদি কোনও ফলে অ্য়ালার্জি থাকে তাহলে কিন্তু ভুলেও সেই ফল ব্যবহার করবেন না। এতে উপকারের তুলনায় অপকার বেশি হবে।

ফলের রসে এবার কমবে মুখের বলিরেখা, কায়দাটা শুধু জেনে নিন

|

Aug 18, 2025 | 6:14 PM

আমরা ছোট থেকে শুনে আসছি, নিয়মিত ফল খাওয়া ত্বকের জন্য ভাল। তবে শুধু খেলেই নয়, মুখে মাখলেও, দূর হবে নানান ত্বকের সমস্যা। যাঁদের খুব শুষ্ক ত্বক, কিংবা অল্প বয়সেই মুখে বলিরেখা পড়ছে, তাদের জন্য ফলের রসের ফেসপ্য়াক বা ফেসিয়াল কিন্তু দারুণ উপকারি। শুধু জানতে হবে, কোন ফল দিয়ে, কীভাবে ফেসিয়াল করবেন। তবে হ্যাঁ, যদি কোনও ফলে অ্য়ালার্জি থাকে তাহলে কিন্তু ভুলেও সেই ফল ব্যবহার করবেন না। এতে উপকারের তুলনায় অপকার বেশি হবে।

কিছু পরিমাণ বেদানার রসের সঙ্গে ময়দা, মধু মিশিয়ে একটা ফেসমাস্ক তৈরি করুন। সপ্তাতে অন্তত, দুবার এই ফেসপ্যাক ব্যবহার করুন, দেখবেন ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

কলার মধ্যে থাকে ভিটামিন কে, সি, ই ও ফাইবার রয়েছে। যা কিনা ত্বকের পক্ষে দারুণ উপকারি। একটা কলা চটকে নিয়ে মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে নিন। দেখবেন, ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

পাকা পেঁপে চটকে নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে নিন। কিছুক্ষণ রেখে হালকা উষ্ণজলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝকে হয়ে উঠবে। শীতকালে ত্বকের লাবণ্য বাড়াতে দিন দুয়েক অন্তর কমলালেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে লাগান।