বৃষ্টিতে ভিজে চুলের ১২টা বেজেছে! এই ৫ উপায়েই ফিরবে জেল্লা

ব্যস, চুল ভিজে চুপচুপে। বিশেষজ্ঞরা বলেন, বৃষ্টির জল একেবারেই ভালো নয় চুলের স্বাস্থ্যের জন্য। বৃষ্টিতে ভিজলে চুল পড়ে, চুলের ডগা ক্ষতিগ্রস্ত হয়। তাই বৃষ্টিতে ভিজলে চুলের একটু বেশিই যত্ন দরকার। কী করবেন?

বৃষ্টিতে ভিজে চুলের ১২টা বেজেছে! এই ৫ উপায়েই ফিরবে জেল্লা

|

Aug 05, 2025 | 7:33 PM

আচমকা বৃষ্টি। সঙ্গে ছিল না ছাতা। ব্যস, চুল ভিজে চুপচুপে। বিশেষজ্ঞরা বলেন, বৃষ্টির জল একেবারেই ভালো নয় চুলের স্বাস্থ্যের জন্য। বৃষ্টিতে ভিজলে চুল পড়ে, চুলের ডগা ক্ষতিগ্রস্ত হয়। তাই বৃষ্টিতে ভিজলে চুলের একটু বেশিই যত্ন দরকার। কী করবেন?

বাড়ি ফিরে প্রথমেই উষ্ণজলে শ্যাম্পু করে নিন। এতে চুলে জট পরবে না। এবং সঙ্গে ঠান্ডা লেগে জ্বরও আসবে না।

চুল ধুয়ে নেওয়ার পরে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন। তারপর একটা তোয়ালে দিয়ে হালকা ভাবে চুলটা ঝেরে নিন।

পরের দিন অবশ্যই শ্যাম্পু করুন উষ্ণজলে। তারপর কন্ডিশেনার লাগাতে ভুলবেন না। এই সময়টা ডিপ কন্ডিনেশিং খুব দরকার চুলের।

চুল শুকিয়ে গেলে মোটা চিরুণি দিয়ে চুল আঁচড়ে নিন। এতে চুলে জট পড়বে না।

সপ্তাহে অন্তত একদিন উষ্ণতেল স্ক্য়াল্পে মাসাজ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল সিল্কি হবে।