
অ্য়ালোভেরা যে ত্বকের পক্ষে দারুণ, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। তবে জানেন কি? এই অ্যালোভেরা জেলে দুফোঁটা ভিটামিন ই মেশালেই ত্বকে ঝটপট ফেরে জেল্লা। তবে এটা ব্যবহারের কিন্তু একটা নিয়ম রয়েছে।
অ্যালোভেরা জেল নিন দুচামচ। সঙ্গে মিশিয়ে নিন এক চামচ অলিভ ওয়েল, এক চামচ গ্লিসারিন ও দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে নিন। তার পর মিশ্রণটি মুখে মেখে, বেশ কিছুক্ষণ মাসাজ করুন। এই প্যাক লাগানোর আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবেন। রোজ রাতে শোয়ার সময় এই মিশ্রণ লাগালে ঝকঝকে হয়ে উঠবে ত্বক।
অ্য়ালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে ভালো করে মাসাজ করুন। কিছক্ষণ রেখে দিন। তার পর উষ্ণ জলে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখ মুছে নিন। কোথাও বের হওয়ার আগে এটা করতে পারেন। দেখবেন পাঁচমিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে।
অ্যালোভেরার সঙ্গে কিছুটা পরিমাণ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটিকে মুখে, পিঠে, গলায় ভাল করে মেখে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে কয়েক দিন এই মিশ্রণটি ব্যবহার করুন। দেখবেন ত্বকে জেল্লা ফিরে পেয়েছেন।
তবে অনেকের অ্য়ালোভেরাতে অ্য়ালার্জি হয়। সেক্ষেত্রে যদি মুখে মাখার পরে ব্রণ বের হয়, তাহলে এটা ব্যবহার বন্ধ করতে হবে।