শুধু খেলেই হবে না, এভাবে মাখুন বাদাম, রোদে পোড়া ত্বক হবে ঝকঝকে

চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা। রোদের তেজে ত্বক পুড়ে পুরো কালচে ছোপ। নানারকম ফেসপ্য়াক, সানস্ক্রিন ব্যবহার করেও, কোনও লাভ না হলে, বাড়িতেই করে নিন বাদাম ফেসিয়াল। দেখবেন, চটজলদি সমস্যা দূর হবে। কীভাবে?

শুধু খেলেই হবে না, এভাবে মাখুন বাদাম, রোদে পোড়া ত্বক হবে ঝকঝকে

|

Sep 05, 2025 | 5:57 PM

চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা। রোদের তেজে ত্বক পুড়ে পুরো কালচে ছোপ। নানারকম ফেসপ্য়াক, সানস্ক্রিন ব্যবহার করেও, কোনও লাভ না হলে, বাড়িতেই করে নিন বাদাম ফেসিয়াল। দেখবেন, চটজলদি সমস্যা দূর হবে। কীভাবে?

কয়েকটা চিনে বাদাম ভাল করে ধুয়ে নিন। তারপর সেটা মিক্সারে দিয়ে ভাল করে পেস্ট করে নিন। সেই পেস্টের সঙ্গে মিশিয়ে দিন অল্প গোলাপ জল। এবার সেই পেস্ট মুখে মেখে আধঘণ্টা রেখে, ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখবেন রোদে পোড়া ত্বক ঝকঝকে হয়ে উঠেছে। সপ্তাহে অন্তত দুদিন এটা করুন। দেখবেন খুব সহজেই ত্বকের সমস্যা দূর হবে।

বেসনের সঙ্গে মিশিয়ে নিন বাদামের পেস্ট। তারপর সেই পেস্টের মধ্যে মিশিয়ে নিন অল্প গোলাপজল। সেই পেস্ট মুখে মেখে আধঘণ্টা রেখে, ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখবেন রোদে পোড়া ত্বক ঝকঝকে হয়ে উঠেছে। সপ্তাহে অন্তত দুদিন এটা করুন। দেখবেন খুব সহজেই ত্বকের কালো ছোপ দূর হবে।