ঘরের মেঝে ঝকঝকে করতে নাজেহাল? আজই এই কায়দা ট্রাই করুন

হাজার চেষ্টা করেও, ফিরে আসছে না সেই ঝকঝকে ব্যাপারটা। এমনকী, বাজারের নানা টাইলস পরিষ্কার করার উপদানও ডাহা ফেল। জানেন কি? খুব সহজেই ঘরোয়া টোটকায় পরিষ্কার হবে আপনার ঘরের মেঝে। কীভাবে?

ঘরের মেঝে ঝকঝকে করতে নাজেহাল? আজই এই কায়দা ট্রাই করুন

|

Aug 02, 2025 | 8:30 PM

যত দিন যাচ্ছে ঘরের মেঝে, টাইলস জেল্লা হারাচ্ছে। হাজার চেষ্টা করেও, ফিরে আসছে না সেই ঝকঝকে ব্যাপারটা। এমনকী, বাজারের নানা টাইলস পরিষ্কার করার উপদানও ডাহা ফেল। জানেন কি? খুব সহজেই ঘরোয়া টোটকায় পরিষ্কার হবে আপনার ঘরের মেঝে। কীভাবে?

১) একটা মাঝারি সাইজের স্পঞ্জ নিন। সেই স্পঞ্জ ভিনিগারে ভিজিয়ে নিন। এবার ওই স্পঞ্জ দিয়ে টাইলস ভালোভাবে মুছে ফেলুন। এভাবেই কিছুক্ষণ রেখে দিন। তারপর একটি ভিজে কাপড় দিয়ে ঘরের মেঝে মুছে নিলেই দেখবেন ঝকঝকে হবে মেঝে বা টাইলস।

২) এক বালতি উষ্ণ জলে হাফ কাপের মতো অ্য়ামোনিয়া মেশাতে হবে। সেই জল দিয়েই ঘর মুছে নিন। দেখবেন দাগ উঠে যাবে।

৩) ঘরের টাইলসের দাগ দূর করতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। টাইলস বা মেঝেতে যেখানে দাগ রয়েছে, সেখানে ভালো করে বেকিং সোডা লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে ভেজা কাপড়ে মুছে নিলেই দেখবেন ঝকঝকে হয়ে উঠবে মেঝে।

৪) একটি সুতির মোজার মধ্যে নারকেল তেল বা সরষের তেল লাগিয়ে নিয়ে সেই মোজা দিয়ে ঘর মুছে নিন। তারপর ফের পরিষ্কার জলে ঘরটি মুছুন দেখবেন ঘরের মেঝে ঝকঝকে হয়ে উঠবে।