কাপড় ভুলে যান, এভাবে চশমা মুছলে ঝকঝকে হবেই

চশমা পরিষ্কারের ক্ষেত্রে এভাবে হেলাফেলা করা উচিত নয়। এরফলে চশমার লেন্স নষ্ট হতে পারে। তা কীভাবে পরিষ্কার করবেন চশমার কাচ?

কাপড় ভুলে যান, এভাবে চশমা মুছলে ঝকঝকে হবেই

|

Jun 30, 2025 | 11:45 PM

অনেকেই হাতের সামনে যা পান তা দিয়েই চশমা মুছে ফেলেন। তা জামার কাপড় কিংবা তুলো। অনেকে আবার চশমা নোংরা হলে, শুধু ফুঁ দিয়ে ধুলো উড়িয়ে দেন। বিশেষজ্ঞরা বলছেন, চশমা পরিষ্কারের ক্ষেত্রে এভাবে হেলাফেলা করা উচিত নয়। এরফলে চশমার লেন্স নষ্ট হতে পারে। তা কীভাবে পরিষ্কার করবেন চশমার কাচ?

চশমা মোছার ক্ষেত্রে সব সময়ই পাতলা টিস্যু ব্যবহার করুন। কাপড় দিয়ে মুছলে, কাপড়ের সুতো থেকে লেন্সে আঘাত পড়তে পারে। ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝানো যাক। চশমার কাচে ধুলো জমে যায়। আর তা যদি কাপড় দিয়ে মোছা হয়, সেই ধুলো আর কাপড়ের ঘষায় কাচে স্ক্র্যাচ পড়তে পারে। টিস্যুতে সে সম্ভাবনা থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে জল দিয়ে হালকা করে চশমার কাচ ধুয়ে নিন। তারপর টিস্যু দিয়ে মুছে নিন।

টিস্যু না থাকলে, একটা খবরের কাগজের টুকরো জলে ভিজিয়েও মুছে নিতে পারেন। দেখবেন, এর ফলে চশমার কাচ ঝকঝকে হবে।

বাজারে চশমা পরিষ্কার করার সলিউশনও পাওয়া যায়। সেটা কাচে লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিন।

কখনওই মুখের ভাপ দিয়ে চশমা পরিষ্কার করবেন না। এতে কাচ নষ্ট হতে পারে।