
মানুষের জীবনে বাস্তু শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। বাস্তু শাস্ত্রে এমন অনেক নিয়ম বা বিধির উল্লেখ রয়েছে, যা সঠিকভাবে পালন করলে গৃহে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। ঘরের আসবাবপত্রের মতোই বাস্তু শাস্ত্রে ডাস্টবিন বা আবর্জনার পাত্রের অবস্থানকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে ডাস্টবিন যদি সঠিক দিশায় বা জায়গায় না রাখা হয়, তবে পরিবারের সদস্যদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ভুল দিকে আবর্জনা রাখলে মা লক্ষ্মী রুষ্ট হন, যার ফলে সংসারে আর্থিক সংকট বাড়ে। তাই জেনে নেওয়া যাক, বাড়ির কোন কোন দিকে ডাস্টবিন রাখা একদমই উচিত নয়।
উত্তর-পূর্ব দিক (ঈশান কোণ): বাস্তু শাস্ত্র অনুযায়ী, ঘরের উত্তর-পূর্ব দিকে বা ঈশান কোণে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয়। এই দিকে আবর্জনা রাখলে পরিবারের সদস্যদের মনে অশান্তি সৃষ্টি হয় এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। সদস্যরা মানসিকভাবে অসুস্থও হয়ে পড়তে পারেন। এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ে পরিবারের প্রধান বা কর্তার ওপর।
দক্ষিণ-পূর্ব দিক (অগ্নি কোণ): বাস্তু মতে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিক বা অগ্নি কোণে ডাস্টবিন রাখা একেবারেই নিষিদ্ধ। মনে করা হয়, এই দিকে ডাস্টবিন থাকলে ঘরে টাকা টেকে না। শুধুমাত্র তাই নয়, ধীরে ধীরে জমানো পুঁজি বা সঞ্চিত অর্থও খরচ হয়ে যায়। এর ফলে পরিবারের সদস্যদের ওপর ঋণের বোঝা বাড়তে পারে এবং বাড়ির কর্তা দেউলিয়া পর্যন্ত হতে পারেন।
উত্তর ও পূর্ব দিক: বাড়ির পূর্ব এবং উত্তর দিককেও ডাস্টবিন রাখার জন্য শুভ বলে মনে করা হয় না। এই দুই দিকে কখনোই আবর্জনা রাখা উচিত নয়। এতে গৃহে নেতিবাচক শক্তির (Negativity) প্রভাব বেড়ে যায়, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে হতাশা ছড়িয়ে পড়ে। বাড়ির সার্বিক উন্নতি বা বিকাশ থমকে যায়। বিশেষ করে উত্তর দিকে ডাস্টবিন রাখলে চাকরি এবং ক্যারিয়ারে ভালো সুযোগ আসার সম্ভাবনা কমে যেতে পারে।