
বিয়ে প্রত্যেকের জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। নানা স্মৃতি তৈরি হয়। বিয়ের অনুষ্ঠানে নানা বিষয়ও হয়। সকলে মজা করেন। জমিয়ে আনন্দ করেন। বিষয়টা একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বেশ কয়েক দিন ধরেই নানা অনুষ্ঠান চলতে থাকে। এর মধ্যে তৈরি হয় কিছু মজার মুহূর্তও। কিন্তু সেই মজাটাই যদি অস্বস্তিতে পরিণত হয়! তেমনই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্রেফ বিয়ের একটা রিচুয়াল বা আচার ঘিরেই এমন পরিস্থিতি তৈরি হবে!
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, বিয়ের পরের মুহূর্ত। নববিবাহিত স্বামী-স্ত্রী আঙটি খোঁজার খেলায় মেতেছেন। সঙ্গে বাকিরাও তার আনন্দ নিচ্ছেন। একটি বড় থালা। তার মধ্যে দুধ ঢালা। এর মধ্যেই লুকিয়ে আঙটি। স্বামী নাকি স্ত্রী, কে খুঁজে পাবেন, সেদিকেই নজর। এই বিষয়গুলো স্মরণীয় মুহূর্ত হয়েই থাকে। তবে বিষয়টা বেশ সময় নিয়েই হয়। বুদ্ধির পরীক্ষাও বলা যায়। এখানে হল উল্টো।
দেখা যায়, স্ত্রী সেই আঙটি খুঁজে পেতে প্রচণ্ড মরিয়া হয়ে ওঠেন। স্বামীও প্রাণপন চেষ্টা করছেন। আর এই করতে করতে দু-জনের মধ্যে প্রায় হাতাহাতি অবস্থা। থালার দুধ আগেই ছলকে পড়েছে সবটা। আঙটি বেরিয়েছে। কিন্তু থালা উল্টে দিয়ে মারমুখী মেজাজে স্বামী-স্ত্রী। স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা হাসির কমেন্টই ছড়িয়ে পড়ছে।