তরমুজেই বাড়বে আদরের তেজ! সঙ্গীর কাছে সিংহ হতে এই কায়দায় খেয়ে দেখুন

তরমুজে রয়েছে ভিটামিনের সমাহার। বলা ভাল, শরীরের পক্ষে জরুরী সবরকম ভিটামিনের খাজানাই এই ফল। তরমুজে রয়েছে, ভিটামিন এ, সি, বি ৬ এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম।

তরমুজেই বাড়বে আদরের তেজ! সঙ্গীর কাছে সিংহ হতে এই কায়দায় খেয়ে দেখুন

|

Apr 29, 2025 | 7:53 PM

ভালবাসার রং লাল। আর প্রেম এমন এক আবেগ যা কিনা চিরসবুজ। ঠিক যেন তরমুজের মতো। যার লাল রঙেই লুকিয়ে থাকে মিষ্টি মিষ্টি স্বাদ। প্রেমেও তো তাই। যা গভীর হলে মিষ্টতা বাড়ে। কিন্তু জানেন কি গরমের এই সুস্বাদু ফলটি আদরের তেজ বাড়ায়! হ্য়াঁ, বিশেষজ্ঞরা তো একে ন্যাচেরাল ভায়াগ্রা বলে ব্য়াখ্যাও করেন।

তরমুজে রয়েছে ভিটামিনের সমাহার। বলা ভাল, শরীরের পক্ষে জরুরী সবরকম ভিটামিনের খাজানাই এই ফল। তরমুজে রয়েছে, ভিটামিন এ, সি, বি ৬ এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই গরমে শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে এবং শরীরে ভিতরকে ঠান্ডা ঠান্ডা কুল করতে দারুণ উপকারি এই ফল। তবে শরীর কুল হলেও, যৌনতায় ঝড় তুলতে ওস্তাদ এই তরমুজ।

বিশেষজ্ঞরা বলছেন, তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ সিট্রোলিন নামের এক অ্যামাইনো অ্যাসিড। যা কিনা যৌনশক্তি বাড়াতে সাহায্য করে। সঙ্গমকে দীর্ঘতর করে তোলার পক্ষেও কাজ করে তরমুজ।

তবে এই তরমুজ খাওয়ার নিয়ম রয়েছে। প্রথম তরমুজের কয়েক টুকরো গ্রাইন্ডারে দিয়ে রস করে নিন। তারমধ্যে পাতিলেবুর রস মিশিয়ে দিন। দিতে পারেন পুদিনা পাতাও। আপনি ও আপনার সঙ্গী দুজনেই পান করুন। মনে রাখবেন, সঙ্গমের ঠিক একঘণ্টা আগে এটি পান করলেই কেল্লাফতে!