মহাকুম্ভে আলোচনায় নানা বিষয়। উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অন্যতম আকর্ষণের কেন্দ্রে হর্ষা রিচারিয়া। তাঁর নানা ভিডিয়ো ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন এই সাধ্বী। কে এই হর্ষা রিচারিয়া যাঁকে নিয়ে এত আলোচনা? একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অ্যাঙ্কর হয়ে উঠেছেন সাধ্বী…। ইন্সটাগ্রামে লাখো লাখো ফলোয়ার। যা ক্রমশ বাড়ছে। তাঁকে নিয়ে যেমন আলোচনা, তেমনই তাঁর পুরনো ছবি-ভিডিয়ো নিয়ে চলছে নানা সমালোচনাও।
হর্ষা রিচারিয়া। ৩০ বছরের হর্ষা প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে নানা ভিডিয়ো পোস্ট করছেন। মহাকুম্ভে তিনি কী কী করছেন, কোনও আচার পালন করছেন, সব ভিডিয়োই ভাইরাল। নিজেকে সাধ্বী (মহিলা সাধক) বলেই পরিচয় দিচ্ছেন। ধর্মগুরুদের সঙ্গে নানা ছবি ভিডিয়ো পোস্ট করছেন। একটি সাক্ষাৎকারে হর্ষা রিচারিয়া বলেছেন, ‘সমস্ত কিছু ত্যাগ করে এই নতুন জীবন বেছে নিয়েছি।’
জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে আরও কিছু। আচার্য মহামণ্ডলেশ্বরের উপাসক। ইন্সটাগ্রামে তাঁর অ্যাকাউন্ট, ‘হোস্ট_হর্ষা’। নিজের পরিচয় হিসেবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার এবং ‘হিন্দু সনাতন শের্নি’ সহজ কথায়, বাখিনি বলে বর্ণনা করেছেন। মহাকুম্ভে ধর্মগুরু বৈশ্বানন্দ গিরি মহারাজের সঙ্গে একটি ধর্মীয় আচারেও অংশ নিয়েছেন। যেখানে ছিলেন অ্যাপল সংস্থার সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী পাওয়েল জোবস। যদিও সোশ্যাল মিডিয়ায় একটা বড় অংশ বলছে, তিনি কোনও সাধ্বী নন। বরং রিচারিয়াকে তুলোধনাও করছেন।