Five Reason of Extra maratial affair: জানেন পুরুষের তুলনায় মহিলারাই বেশি জড়ান পরকীয়ায়, নেপথ্যে এই ৫টি কারণ

extra marital affairs: ভারতে ১০ জনের মধ্যে ৭ জন মহিলা স্বামীর সঙ্গে প্রতারণা করেছেন। সংশ্লিষ্ট সমীক্ষায়, ওই সকল মহিলাদের দাবি, তাঁরা কখনও পুরুষের ঘরোয়া হিংসার শিকার হয়ে, একই সম্পর্কে একঘেয়েমির কারণে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন।

Five Reason of Extra maratial affair: জানেন পুরুষের তুলনায় মহিলারাই বেশি জড়ান পরকীয়ায়, নেপথ্যে এই ৫টি কারণ
কেন পরকীয়ায় জড়ান মহিলারাImage Credit source: Erdark/E+/Getty Images
Follow Us:
| Updated on: Jan 11, 2025 | 9:00 PM

বর্তমান যুগে বিবাহ-বহির্ভূত সম্পর্কের ঝোঁকার প্রবণতা কি বাড়ছে? আকছাড় পরকীয়ার জেরে কখনও ঘর থেকে পালিয়ে যাওয়া, কখনও বা অপরাধে জড়িয়ে পড়ার মতো ঘটনা খবরের পাতায় প্রকাশিত হয়। তবে জানেন, রিপোর্ট বলছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পুরুষের থেকে এগিয়ে রয়েছেন মহিলারাই। ভারতে ১০ জনের মধ্যে ৭ জন মহিলা স্বামীর সঙ্গে প্রতারণা করেছেন। সংশ্লিষ্ট সমীক্ষায়, ওই সকল মহিলাদের দাবি, তাঁরা কখনও পুরুষের ঘরোয়া হিংসার শিকার হয়ে, একই সম্পর্কে একঘেয়েমির কারণে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। ২০২৪ সালে এক সমাজসেবী সংস্থার মালিক এই মহিলাদের পরকীয়ায় জড়িয়ে পড়া নিয়ে সমীক্ষা করেছেন। সেখানেই উঠে এসেছে পাঁচটি কারণ…

১) পিয়াজা জেনিফার সমীক্ষার সেই রিপোর্ট বলেছে, মহিলাদের একাংশ নিজেদের অনুভূতি মুখে প্রকাশ না করলেও ভিতরে-ভিতরে কিন্তু তাঁরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন। তাঁরা নিজেদের অনুভূতি আটকাতে পারেন না। কখন কাকে ভাল লাগে, কখন কার সঙ্গ থাকতে চান তা তাঁরাও বুঝতে পারেন না। সেই কারণে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

২) বহুদিন ধরে এক সঙ্গে থাকতে থাকতে সম্পর্কে একঘেয়েমি চলে আসে। অনেককেই বলতে শোনা যায়, ‘সম্পর্ক এখন ভাই-বোনের মতো হয়ে গিয়েছে’ অর্থাৎ এর থেকে বুঝতে হবে দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকতে-থাকতে একঘেয়েমি চলে এসেছে। তাই পুরনো অনুভূতিকে আবার নতুন করে ঝালিয়ে নিতেই মহিলাদের একাংশ জড়িয়ে পড়েন পরকীয়ায়।

৩) সোশ্যাল মিডিয়ায় নতুন ডেটিং অ্যাপ প্রচুর রয়েছেন। সেখানে বিভিন্নভাবে চ্যাটিং করতে-করতে কেউ কেউ জড়িয়ে পড়েন সম্পর্কে।

৪) আজকালকার দিনে স্বামী-স্ত্রী উভয়ই ব্যস্ত নিজেদের অফিস নিয়ে। ফলে, বাড়ি ফিরে ক্লান্ত থাকার কারণে তাঁদের যৌন ইচ্ছা কমে যায়। জীবনে চলে আসে একঘেয়েমি। কর্মরত মহিলারা আশা করেন তাঁদের স্বামীও বিভিন্ন ঘরকন্নার কাজে সহায্য করবেন। কিন্তু অনেকাংশেই দেখা যায় পুরুষরা তা করতে এগিয়ে আসে না। সেই থেকে মনে মনে জন্ম নেয় ক্ষোভ। আর তারপর তা থেকে বেরিয়ে আসার জন্য পরকীয়া সম্পর্কের প্রতি ঝোঁক বাড়ে।

৫) সবচেয়ে তাৎপর্যপূর্ণ কারণ এটি। এখন বেশিরভাগ সময়ই মানুষ কাটান নিজেদের কর্মস্থলে। এই পরিস্থিতিতে অনেকেই নিজের সহকর্মীর সঙ্গে জীবনের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করে থাকেন। এটি দীর্ঘদিন চলতে থাকলে একে অপরের প্রতি দুর্বলতা তৈরি হয়। ঝোঁক বাড়ে পরকীয়ার