ছেলেদের ফ্যাশনে শাল এখন ট্রেন্ডিং, টেক্কা দিচ্ছে স্যুট-কোটকে

Sohini chakrabarty |

Feb 01, 2021 | 9:39 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর পরনের শাল এখন ফ্যাশনে ট্রেন্ডিং।

ছেলেদের ফ্যাশনে শাল এখন ট্রেন্ডিং, টেক্কা দিচ্ছে স্যুট-কোটকে
বিয়েবাড়ি হোক বা পার্টি কিংবা ঘরোয়া আড্ডা, মহিলাদেরকে সেয়ানে সেয়ানে টক্কর দেন পুরুষরাও।

Follow Us

ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্টে আজকাল মেয়েদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই ছেলেরা। বিয়েবাড়ি হোক বা পার্টি কিংবা ঘরোয়া আড্ডা, মহিলাদেরকে সেয়ানে সেয়ানে টক্কর দেন পুরুষরাও। শীতের ফ্যাশনেও আজকাল তাক লাগিয়ে দিচ্ছেন ছেলেরা। জ্যাকেট, ব্লেজার, ওয়েস্ট কোটের পাশাপাশি শাল, জহর কোটেও আজকাল জমিয়ে ফ্যাশন করছেন পুরুষরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর পরনের শাল এখন ফ্যাশনে ট্রেন্ডিং।

শীতের ফ্যাশনে ছেলেদের ট্রেন্ডিং পোশাক-

১। শাল- পাঞ্জাবি পরলে কাঁধে রাখতেই পারেন একটা শাল। কালো বা তসর রঙয়ের শালে সুতোর কাজ করা হোক কিংবা পশমিনা শাল, পরনে থাকতে পারে যেকোনও শাল। আজকাল জিনস-শার্ট বা টি-শার্টের সঙ্গেও অনেকেই শাল ব্যবহার করেন।

২। জহর কোট- শীতের বিয়েবাড়িতে পাঞ্জাবির সঙ্গে আদর্শ জুড়িদার জহর কোট। এক রঙয়ের হোক বা বাহারি বোতাম লাগানো, দেখতে সুন্দর লাগে সব ধরণের জহর কোটই। অনেক সময় সুতোর কাজ করা (কলার বা পকেটের অংশে) দেখতেও ভাল লাগে। হাল্কা রঙয়ের পাঞ্জাবির সঙ্গে গাঢ় রঙয়ের জহর কোট পরতে পারেন। অথবা উল্টোটাও করতে পারেন।

৩। জ্যাকেট- জিনস বা ট্রাউজার অর্থাৎ প্যান্ট পরলে জ্যাকেট পরতে পারেন। জিনস বা চামড়ার জ্যাকেট ব্যবহার করতে পারেন। আজকাল অবশ্য অন্যান্য অনেক ধরণের জ্যাকেটই পাওয়া যায়।

৪। ব্লেজার এবং ওয়েস্ট কোট- শীতের যেকোনও অনুষ্ঠানেই চিরাচরিত শীতের পোশাক হিসেবে ব্লেজার বা ওয়েস্ট কোট পরাই যায়। এছাড়া সোয়েট শার্ট, সোয়েটার, হাই-নেক এসবও পরতে পারেন ঘরোয়া পার্টি কিংবা অন্য কোনও অনুষ্ঠানে।

৫। মাফলার- শীতের ফ্যাশনে বাহারি মাফলারও এখন ফ্যাশনে ট্রেন্ডিং। ওয়েস্টার্ন আউটফিট অর্থাৎ জিনস-শার্টের সঙ্গে মাফলার পরলে অনায়াসেই আপনি হয়ে উঠতে পারেন পার্টির মধ্যমণি।

Next Article