Bangla NewsPhoto gallery Actress mita chatterjee says she had to change her name in the film industry
টালিগঞ্জে অভিনয় করে নাক কাটল জন্মভূমির ‘পিসিমা’ মিতার, কোন ‘কেচ্ছা’য়?
Mita Chatterjee: দূরদর্শনে সম্প্রচারিত ‘জন্মভূমি’ ধারাবাহিকের পিসিমা ছিলেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত, ১৩০০টি এপিসোডের এই সিরিয়ালে দাপুটে পিসিমা হিসেবে অভিনয় করেছিলেন অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়। তাঁর বয়স এখন ৯১। এই মানুষটাই অনেকগুলো বছর আগে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে নিজের নাক কাটিয়েছিলেন। এবং সেই অভিজ্ঞতার কথা তিনি ভাগ করে নিয়েছিলেন TV9 বাংলার সঙ্গে। ঠিক কী ঘটেছিল?
মিতা বলেছিলেন যে, তাঁর নাম দিয়েছিলেন অনুপ কুমার। যে ছবিতে তিনি নায়িকা হয়েছিলেন, সেখানে তিনি ছাড়া আরও চারজন অভিনেত্রী ছিলেন যাঁদের নাম ছিল নমিতা।