Sold Wedding Film Rights: কিয়ারা-সিদ্ধার্থ ছাড়াও কোন-কোন তারকা দম্পতি বিয়ের ভিডিয়ো নিয়ে ব্যবসা করেছেন?

Celebrity Weddings: ওটিটি প্ল্যাটফর্মে মোটা অর্থের মূল্য বিনিময়ে নিজের বিয়ের ভিডিয়ো বিক্রি করেছেন কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। কেবল তাঁরাই নন, আরও অনেক সেলেব্রিটি এমনটা করেছেন অতীতে। দেখে নিন সেই তালিকা।

|

Feb 11, 2023 | 7:30 AM

1 / 6
ওটিটি প্ল্যাটফর্ম আসার পর এই প্রথা শুরু হয়েছে। সেলেবরা এখন এপিসোডে ভেঙে তাঁদের বিয়ের ভিডিয়ো দর্শকদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন। তবে বিনাপয়সায় নয়। ওটিটি প্ল্যাটফর্মগুলি থেকে মোটা অর্থ নিচ্ছেন তাঁরা।

ওটিটি প্ল্যাটফর্ম আসার পর এই প্রথা শুরু হয়েছে। সেলেবরা এখন এপিসোডে ভেঙে তাঁদের বিয়ের ভিডিয়ো দর্শকদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন। তবে বিনাপয়সায় নয়। ওটিটি প্ল্যাটফর্মগুলি থেকে মোটা অর্থ নিচ্ছেন তাঁরা।

2 / 6
 আর সেই ভিডিয়ো দেখে চোখ সরাতে পারনি গোটা নেটপাড়া। বিয়েতে ভারী সাজ নয়, হালকা রঙ আর হালকা সাজই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

আর সেই ভিডিয়ো দেখে চোখ সরাতে পারনি গোটা নেটপাড়া। বিয়েতে ভারী সাজ নয়, হালকা রঙ আর হালকা সাজই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

3 / 6
নয়নতারা-- দক্ষিণের এই অভিনেত্রী সকলের নজরের কেন্দ্রে জায়গা করেনিয়েছিলেন রাতারাতি। শাহরুখ খানের আগামী ছবির নায়িকা তিনি। তবে এক ভক্ত তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি ফোন ফেলে দিয়েছিলেন।

নয়নতারা-- দক্ষিণের এই অভিনেত্রী সকলের নজরের কেন্দ্রে জায়গা করেনিয়েছিলেন রাতারাতি। শাহরুখ খানের আগামী ছবির নায়িকা তিনি। তবে এক ভক্ত তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি ফোন ফেলে দিয়েছিলেন।

4 / 6
হনসিকা-সোহেল: ২০২২ সালের ৪ ডিসেম্বর বিয়ে করেছেন অভিনেত্রী হনসিকা মোটওয়ানি এবং ব্যবসায়ী সোহেল কাঠুরিয়া। তাঁদের বিয়ের ভিডিয়ো একটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছে ১০ ফেব্রুয়ারি থেকে। নাম দেওয়া হয়েছে, 'হনসিকাজ় লাভ শাদি ড্রামা'।

হনসিকা-সোহেল: ২০২২ সালের ৪ ডিসেম্বর বিয়ে করেছেন অভিনেত্রী হনসিকা মোটওয়ানি এবং ব্যবসায়ী সোহেল কাঠুরিয়া। তাঁদের বিয়ের ভিডিয়ো একটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছে ১০ ফেব্রুয়ারি থেকে। নাম দেওয়া হয়েছে, 'হনসিকাজ় লাভ শাদি ড্রামা'।

5 / 6
Sold Wedding Film Rights: কিয়ারা-সিদ্ধার্থ ছাড়াও কোন-কোন তারকা দম্পতি বিয়ের ভিডিয়ো নিয়ে ব্যবসা করেছেন?

6 / 6
অনুষ্কা-বিরাট: ইতালির টাস্কানিতে ভারতীয় প্রথা মেনে বিয়ে করেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। একটি ম্যাগাজ়িনকে তাঁদের বিয়ের ছবি এবং ভিডিয়ো বিক্রি করেছিলেন এইন দুই তারকা।

অনুষ্কা-বিরাট: ইতালির টাস্কানিতে ভারতীয় প্রথা মেনে বিয়ে করেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। একটি ম্যাগাজ়িনকে তাঁদের বিয়ের ছবি এবং ভিডিয়ো বিক্রি করেছিলেন এইন দুই তারকা।