
অরিজিৎ সিং, ব্যক্তি জীবনে তিনি মাটির মানুষ হতেও তাঁক কনসার্ট কাছ থেকে দেখতে পাওয়া ভক্তদের কাছে ভগবান দর্শনের সমান। সকলকে একটা সুযোগের জন্য মরিয়া হয়ে থাকেন।

তবে আম্বানি পরিবারের অতিথিদের সেই সৌভাগ্য হল। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশনে অরিজিতের গান হল ভাইরাল।

কখনও একা, কখনও আবার শ্রেয়া ঘোষালের সঙ্গে যুগলবন্দি, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এদিন সকাল সকাল স্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়ে যান অরিজিৎ সিং।

গানে গানে সকলের মন জয় করা এই স্টার একটি কনসার্ট পিছু কত কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জানেন? প্রাথমিকভাবে শোনা যেত তিনি নাকি গানের জন্য তেমন কোনও পারিশ্রমিক নেন না।

তাঁকে যা দেওয়া হয়, তিনি হাসি মুখে তাই নিয়ে থাকেন। এবার অনন্ত আম্বানির প্রিওয়েডিং-এ কত নিয়েছেন তিনি তা নিয়ে রহস্য বর্তমান।

তবে তিনি কনসার্ট পিছু চার্জ করে থাকেন ৫ কোটি টাকা। বিপুল পরিমান থাকে তাঁর কনসার্টের টিকিটের মূল্য। আগে থেকে সকলেই মুখিয়ে থাকেন সামনের আসনটি গ্রহণ করার তাগিদে।

অরিজিৎ সিং নিজের গান নিয়ে প্রথম থেকে বহু লড়াই করেছেন। বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগে টানা আট থেকে নয় বছর তিনি একটা সুযোগের অপেক্ষায় ছিলেন।

তবে প্রথম যেদিন ভাগ্যের চাকা ঘোরে, তবে থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একদশক ধরে তিনি গানের জগতে রাজত্ব করছেন।