
মহেন্দ্র সিং ধোনির বাইক প্রীতির কথা কারও অজানা নয়। রাঁচির বাড়িতে তাঁর বাইকের কালেকশন দেখলে ভিরমি খেতে হয়। ধোনির কাছে রয়েছে Kawasaki Ninja H2, Confederate X132 Hellcat, Harley Davidson FatBoy, Ducati 1098, Yamaha RD350-র মতো নামীদামি বাইক। (ছবি:টুইটার)

মহেন্দ্র সিং ধোনির বাইকের সম্ভারের তালিকা শুরু করা যাক বিদেশি বাইক Kawasaki Ninja H2 দিয়ে। ৯৯৮ সিসি-র ৪ সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বাইকটির যা সুপারচার্জিংয়ের কাজে লাগে। ধোনি চলতি বছরের শুরুতে বাইকটি কিনেছিলেন। ২০১৭ মডেল Kawasaki Ninja H2 ভারতে বিক্রি হচ্ছে ৩৩.৩০ লাখ টাকায়।(ছবি:টুইটার)

এটি সম্ভবত বিশ্বের দুর্লভ বাইকগুলির মধ্যে একটি। কারণ বিশ্বে এই মডেলের মাত্র ১৫০টি বাইক রয়েছে৷ এমএস ধোনি হলেন একমাত্র দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রাহক যিনি ১৫০টি মধ্যে একটি বাইকের মালিক৷ বাইকটির অন্যান্য মালিকদের নামগুলি শুনবেন? ব্র্যাড পিট, টম ক্রুজ, ডেভিড বেকহ্যাম এবং রায়ান রেনল্ডস। (ছবি:টুইটার)

এমএস ধোনির বাইক সংগ্রহের দ্বিতীয় ভিন্টেজ বাইক হল নর্টন জুবিলি ২৫০৷ প্রাক্তন ক্রিকেটার তাঁর বাইকের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন৷ নাম থেকে বোঝা যায়, এটি একটি ২৫০ সিসি ইঞ্জিনের বাইক। (ছবি:টুইটার)

ইয়ামাহা থান্ডারক্যাট। ১৯৯৬ এবং ২০০৭ এর মধ্যে তৈরি করা হয়েছে এই বাইকটি। কয়েক বছর আগের এমএস ধোনির এই থবিটি ভাইরাল হয় যেখানে তিনি ইয়ামাহা থান্ডারক্যাট এবং কাওয়াসাকি নিনজা ZX-14R এর সঙ্গে পোজ দিচ্ছেন।(ছবি:টুইটার)

ইয়ামাহা RD350 বা রাজদূত ভারতে ভীষণ জনপ্রিয় এবং পুরনো গাড়ি। এবং যে কোনও বাইকপ্রেমীর মতো ধোনিও রাজদূতের ভক্ত। RD350 ছিল ধোনির কেনা প্রথম বাইক। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকতে থাকতে বাইকটির এই অবস্থা। (ছবি:টুইটার)