Ulto Rath 2024: উল্টোরথে বাড়িতে আনুন এই ৫ জিনিস, জগন্নাথের আশীর্বাদে আর পিছনে ফিরে তাকাতে হবে না
Vastusashtra: রথযাত্রার মতে উল্টোরথকেও অত্যন্ত পবিত্র ও পরিশুদ্ধ দেবযাত্রা বলে মনে করা হয়। তাই এদিনও রথের দড়ি স্পর্শ করার কৌতূহল থাকে ভক্তদের মধ্যে। রথের চাকা গড়াতেই শুরু হয়ে যায় শুভমুহূর্ত। তাই এই সময় বেশ কিছু জিনিস বাড়িতে আনলে সারা বছর আপনার সংসার থাকবে ভরপুর। কখনও পিছনে দেখতে হবে না আপনাকে।
1 / 8
রীতি অনুসারে, উল্টোরথের দিন মাসির বাড়ি থেকে নিজ বাড়ি রওনা দেন জগন্নাথদেব। ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উত্সব। তার ঠিক আট দিন পর, অর্থাত ন'দিনের মাথায় দশমী তিথিতে উল্টোরথ যাত্রা পালিত হয়।
2 / 8
পুরীর জগন্নাথদেব মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরে তিনটি রথ নিয়ে যাত্রা শুরু করেন জগন্নাথদেব। সঙ্গে থাকেন দুই ভাইবোন। বলরাম ও শুভদ্রা। অন্যদিকে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দির থেকে নিজ গৃহে রওনা দেন তিন দেবদেবী। উল্টোরথ উত্সবের মধ্যে দিয়ে শেষ হয় এই পবিত্র ও বিখ্যাত উত্সব।
3 / 8
রথযাত্রার মতে উল্টোরথকেও অত্যন্ত পবিত্র ও পরিশুদ্ধ দেবযাত্রা বলে মনে করা হয়। তাই এদিনও রথের দড়ি স্পর্শ করার কৌতূহল থাকে ভক্তদের মধ্যে। রথের চাকা গড়াতেই শুরু হয়ে যায় শুভমুহূর্ত। তাই এই সময় বেশ কিছু জিনিস বাড়িতে আনলে সারা বছর আপনার সংসার থাকবে ভরপুর। কখনও পিছনে দেখতে হবে না আপনাকে।
4 / 8
এদিন বাজার থেকে নিমগাছ কিন আনতে পারেন। বাস্তু অনুযায়ী নিমগাছ অশুভ বলে মনে করা হলেও রথের দিন এই গাছ বাড়িতে আনলে তা শুভ ফল দান করে বলে মনে করা হয়। বাড়িতে নিমগাছ লাগালে তা উত্তর-পশ্চিম দিকে পুঁতুন। এই গাছের প্রভাবে সাংসারিক যাবতীয় অষান্তি নিমেষে উধাও হয়ে যায়।
5 / 8
অনেকের বাড়িতেই ঘর সাজানোর জন্য লাকি ব্যম্বু ট্রি রাখা থাকে। এমনকি অফিসের ডেস্কেও অনেকে রাখেন। বাস্তুমতে, লাকি ব্যম্বু রাখা হলে অর্থ সমস্যা থেকে শুরু করে জীবনের দুঃখ-কষ্ট কেটে যায়। সারাজীবন বজায় থাকে সুখ-শান্তি।
6 / 8
হিন্দু ধর্মের যে কোনও পুজোয় নারকেলের ব্যবহার অনিবার্য। শুভকাজে নারকেলের মতো শুভ ও পবিত্র ফল ও গাছ না থাকলে তা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সারাজীবন সুখ-শান্তি বজায় রাখতে রথের মতো শুভ দিনে বাড়িতে আনুন নারকেলের গাছ। বাস্তুমতে, এই গাছ দক্ষিণ বা পশ্চিমদিকে লাগাতে পারেন। হাতেনাতে ফল পাবেন আপনি।
7 / 8
নীল রঙের অপরাজিতা গাছ বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ফুলের গাছ লক্ষ্মীর খুব প্রিয় ফুলের মধ্যে একটি। মনে করা হয়, বাড়িতে এই গাছ রাখা থাকলে সেখানে মহালক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।
8 / 8
জ্যোতিষশাস্ত্র ও বাস্তুঅনুসারে, কলাগাছকে অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয়। সবচেয়ে ভালো হয়, যদি তুলসী গাছের পাশে একটি জায়গায় রাখা হয়। তুলসী গাছের পাশে রাখতে যদি না পারেন , তাহলে উত্তর-পূর্ব কোণে কলাগাছ রাখতে পারেন।